
সেপারেটিস্ট বেলুচ মিলিট্যান্টরা মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পেশাওয়ার যাওয়ার সময় যাওয়া জাফর এক্সপ্রেস ট্রেনের অপহরণ করে। রকেট হামলা চালায়। ট্রেনটিতে ৪৪০ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন। ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। এই প্রেক্ষিতে একটি বিস্ফোরণের ভিডিও শেয়ার করে সেটিকে সম্প্রতির বালুচ বিদ্রোহীদের ট্রেন অপহরণ এবং রকেট হামলার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”এটা সম্ভবত বিশ্বের প্রথম ট্রেন হাইজ্যাকের ঘটনা। একেবারে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছে বালুচ বিদ্রোহীরা। বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ২০২২ সালে বালুচিস্তানের সিবিতে বিএলএ আর্মিদের ট্রেনে আইইডি বিস্ফোরণের মাধ্যমে আক্রমনের ভিডিওকে সম্প্রতির জাফর এক্সপ্রেস অপহরণের দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির অস্ত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি Rohan Panchigar নামক এক্স প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ১৫ এপ্রিলে পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে,” বিএলএ (বেলুচ লিবারেশন আর্মি) বেলুচিস্তানের সিবির কাছে ফ্রন্টিয়ার কোর (এফসি) বহনকারী একটি ট্রেনে আইইডি হামলার ফুটেজ প্রকাশ করেছে।“
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এই ভাইরাল ভিডিও কেন্দ্রিক ২০২২ সালের জানুয়ারি মাসের একটি প্রতিবেদন পাওয়া যায়। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যা পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি সেপারেটিস্ট গোষ্ঠী। তাদের প্রকাশিত ফুটেজে ১৮ জানুয়ারি, ২০২২ তারিখে একটি ট্রেনে আইইডি হামলার দৃশ্য প্রদর্শিত হয়েছে। বিএলএ দাবি করেছে যে ট্রেনটিতে পাকিস্তানি সেনা ছিল এবং হামলায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। তবে স্থানীয় রিপোর্ট অনুযায়ী পাঁচজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই, বিজনেস স্ট্যান্ডার্ড সহ অন্যান্য প্রতিবেদনে ২০২২ সালের এই হামলার ঘটনার উল্লেখ পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২২ সালে বালুচিস্তানের সিবিতে বিএলএ আর্মিদের ট্রেনে আইইডি বিস্ফোরণের মাধ্যমে আক্রমনের ভিডিওকে সম্প্রতির জাফর এক্সপ্রেস অপহরণের দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে।

Title:২০২২ সালে বিএলএ আর্মিদের ট্রেনে আইইডি বিস্ফোরণের ভিডিওকে সাম্প্রতিক ট্রেন অপরহনের আবহে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False