
নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জোহরাম মামদানি, যিনি শহরের ইতিহাসে অন্যতম তরুণ ও প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিত। অভিবাসী পরিবারে জন্ম নেওয়া মামদানি দীর্ঘদিন ধরে সামাজিক ন্যায়বিচার, আবাসন সংস্কার ও পুলিশ সংস্কারের পক্ষে কাজ করে আসছেন। তবে তাঁর মেয়র পদে অভিষেকের পরই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে মামদানিকে ‘বামপন্থী প্রভাবিত নেতা’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। আর এই প্রেক্ষিতেই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তার ল্যাম্প পোস্টে থাকা আমেরিকার পতাকাকে ছিঁড়ে ফেলছেন। ভিডিওটি শেয়ার করে এটিকে জোহরাম মামদানির জয়ের সাথে জুড়ে একজন লিখেছনে,”নিউ ইয়র্ক সিটিতে আমেরিকার পতাকা ছিড়ে ফেলছে সদ্য মেয়র নির্বাচনে জয়ী বামপন্থীরা, ভাগ্যিস ভারতে কোথাও বামপন্থীরা এককভাবে জিততে পারেনি।“
অন্য আরেকজন লিখেছেন,”নিউইয়ার্ক সিটিতে আমেরিকান পতাকা ছিড়ে ফেলছে শান্তিদূতেরা কেন জোহরান মামদানিকে নির্বাচিত করা হয়েছিল এখন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে … আরব্য সাম্রাজ্য বিস্তার করে আমেরিকাকে উৎখাত করে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা এবং শরিয়ত আইন প্রতিষ্ঠা এদের মূল লক্ষ্য । কৃতিত্ব: আমেরিকান পোস্ট (ওয়াল স্ট্রিট)।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি ২০২৩ সালের নভেম্বর মাসের। এটি ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভের দৃশ্য।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিও কেন্দ্রিক ফক্স নিউজ’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ১১ নভেম্বর, ২০২৩, তারিখের এই প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিওটিতে নিউ ইয়র্ক সিটিতে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলতে দেখা যায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নিউজ উইক, সিএনএন, টাইমস অফ ইন্ডিয়া সহ অনেক প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভাইরাল ভিডিওটি জোহরান মামদানির জয়ের পরের কোনো ঘটনার নয়। এটি ২০২৩ সালের নভেম্বরের এক প্যালেস্টাইনপন্থী প্রতিবাদের ভিডিও।
Title:২০২৩ সালের নভেম্বরের ভিডিওকে ভুলভাবে মামদানির জয়ের প্রেক্ষিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

