
ভারতীয় নাগরিক জিমিশা আভ্লানি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় ₹১.১ লক্ষ টাকার পণ্য চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার পুলিশ জেরার ভিডিও এখন বেশ ভাইরাল। ভারতীয় নারী পর্যটকের এই লজ্জাজনক ঘটনার প্রেক্ষিতে একটি ভিডিও যেখানে এক মহিলাকে হাতকড়া পরা অবস্থায় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, স্টোর থেকে পণ্য চুরি করার পর পুলিশ তাকে আটক করে নিয়ে যাচ্ছে, আর আশেপাশের মানুষ তা ক্যামেরায় ধারণ করছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আমেরিকায় কাপড় চুরির পর পুলিশের হাতে ধরা পরা ভারতীয় নারী পর্যটকের ভিডিও।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইনি আনায়া আভালানি চটি যে আমেরিকা গিয়ে দোকানে ঢুকে ৭ ঘন্টা বাজার করে ১৩০০ ডলার মালামাল চুরি করে সিসিটিভিতে, তার কারক্রিয়া বন্দি তারপর কি হলো দেখুন…. মার্কিন পুলিশের দূর্দান্ত পদক্ষেপ অব্যাহত।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এই ভিডিওটি আমেরিকার নয়, মেক্সিকোর সালতিয়ো, কোআহুইলা নামের জায়গার একটি কপেল দোকানে তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল ২০২৫ সালে। ওই মহিলার ভারতীয় হওয়ার কোনো হওয়ার কোনো প্রমাণ নেই।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিওকে ঘিরে মেক্সিকো ভিত্তিক সংবাদ মাধ্যমের ১ মে,২০২৫, তারিখের প্রতিবেদন জাআন হয়েছে- ভিডিওর ওই মহিলা মেক্সিকোর সালতিয়ো শহরের প্লাজা পাতিওতে কপেল দোকান থেকে কিছু জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। তিনি গর্ভবতী হওয়ার ভান করেছিলেন পোশাকের নিচে অনেক জিনিস লুকিয়ে রেখেছিলেন।
মেক্সিকোর সংবাদমাধ্যম Zócalo –এর ইউটিউব চ্যানেলে ১ মে ২০২৫ তারিখে আপলোড করা ভিডিওর উপস্থাপনের সিরনামে লেখা হয়েছে,”মহিলা গর্ভবতী ভান করে প্লাজা পাতিও থেকে চুরি করার সময় গ্রেফতার।“ মহিলা মেক্সিকোর সল্টিলো, কোয়াহুইলার প্লাজা প্যাটিওতে অবস্থিত কপেল স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তিনি গর্ভবতী ভান করে তার পোশাকের নিচে কয়েকটি আইটেম লুকিয়েছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি ভারতীয় নারী পর্যটক অনন্যা আভ্লানির নয়। এটি মেক্সিকোর একটি ভিডিও। এতে দেখা যাওয়া মহিলাকে ২০২৫ সালের ২৯ এপ্রিল মেক্সিকোর সল্টিলো শহরের প্লাজা প্যাটিওতে অবস্থিত কপেল স্টোর থেকে চুরি করার সময় ধরা হয়েছিল।

Title:মেক্সিকোয় এক মহিলার চুরির পুরনো ভিডিওকে ভুলভাবে ভারতীয় নারীর যুক্তরাষ্ট্রে চুরির ঘটনার সঙ্গে জুড়ে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False