হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর ইসরাইল সৈন্যদের নাচের ভিডিও? জানুন ভিডিওর সত্যতা 

False

১৭ ও ১৮ সেপ্টেম্বরে ইসরায়েলি আক্রমণে লেবানন ও সিরিয়া জুড়ে একযোগে বিস্ফোরিত হয় হাজার হাজার পেজার ও শত শত ওয়াকি-টকি। এই হামলায় ৪২ জনেরও বেশি নিহত হয়েছে যার মধ্যে ১২ জন ছিলেন বেসামরিক নাগরিক। তার কিছুদিন পরেই ২৭ সেপ্টেম্বরে নির্দেশিত ক্ষেপণাস্ত্র আক্রমণের মাধ্যমে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহকে মেরে ফেলেছেন ইসরায়েল। তারপর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াই শেয়ার করে দাবি করা হচ্ছে, হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর ইসরাইল সৈন্যরা নাচ করছে। ১৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে ইসরায়েলি পতাকা হাতে এক ব্যাক্তিকে নাচের মুডে এবং পর মুহূর্তেই বেশ কিছু লোকজনকে আত্মহারা হয়ে নাচ করতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”যোগীজীর বুলডোজার এখন ইসরাইলেও জনপ্রিয়…😁 হিজুর চিফ হাসান নাসরাল্লাহকে ৭২ হুরের কাছে পাঠাবার পর ইসরাইল সৈন্যরা ড্যান্স করছে…🔥।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওটি লেবাননের হিজবুল্লাহ সংগঠনের প্রধান হাসান নাসারাল্লাহর মৃত্যুর সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘Avihu Pinhasov’ নামের ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ১০ নভেম্বরে পোস্ট করা হয়েছে। ‘Avihu Pinhasov’ আসলে ইসরায়েলের সঙ্গীত শিল্পী। পোস্টের তারিখ থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি সাম্প্রতিক হাসান নাসারাল্লাহর মৃত্যুর সাথে সম্পর্কিত নয়। 

এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর কি ফ্রেমগুলোকে আবার গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। jerusalem-online-এর ১৩ নভেম্বর, ২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, গায়ক ‘আভিহু পানহাসভ’ আইডিএফ সৈন্যদের ফাঁড়িতে পারফর্ম করার জন্য পৌঁছেছিলেন। সেই শো-তে কিছু সৈন্যরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং তাদের অস্ত্র গুলো এলোপাথাড়ি ভাবে ব্যবহার করার মাধ্যমে বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছিল। শৃঙ্খলা ভঙ্গের জন্য কয়েকজন সৈন্যকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

উপরোক্ত, তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘দি টেলিগ্রাফে’র একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়। ১৭ নভেম্বর,২০২৩, তারিখে আপলোড করা এই ভিডিও উপস্থাপন অনুযায়ী, উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে গায়ক আভিহু পিনহাসভের একটি কনসার্টের সময় অনুপযুক্ত আচরণ করার পরে বেশ কয়েকটি ইসরায়েলি সংরক্ষককে বরখাস্ত করা হয়েছিল। সৈন্যদের শার্টবিহীন, রাইফেল দোলাতে এবং অ্যালকোহল সেবন করার অভিযোগে দেখা গেছে। গায়ক সিকুইনড অন্তর্বাস পরে পারফর্ম করেছেন এবং একটি বুলডোজারেও চড়েছেন। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে, ইসরায়েলি সৈন্যদের নাচের ভাইরাল এই ভিডিওটি হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর মৃত্যুর সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২৩ সালের। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য আয়োজিত এক নাচের কনসার্টে সৈন্যদের আত্মহারা হয়ে নাচের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর ইসরাইল সৈন্যদের নাচের ভিডিও? জানুন ভিডিওর সত্যতা 

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *