বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মৈথিলী ঠাকুর শপথ গ্রহণের প্র্যাকটিস করছেন? জানুন ভাইরাল দাবির সত্যতা

Misleading Political

নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার সাংবাদিক বৈঠক করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সর্বশেষ বৈঠকে তিনি দি এইচ ফাইলস নামে একটি সাংবাদিক বৈঠক করে জানান, হরিয়ানায় কীভাবে ভোট কারচুপি করে বিজেপির জয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখানো হয়েছিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিজেপি নেতারা কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার গঠনের বিষয়ে মন্তব্য করেছিলেন। এই আত্মবিশ্বাসের পেছনে সন্দেহ প্রকাশ করে রাহুল গান্ধী বেশ কিছু ভিডিও ক্লিপও উপস্থাপন করেছিলেন।

১১ তারিখে দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলাফল প্রকাশ পাবে ১৪ নভেম্বর। এরপর থেকেই সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এক্সিট পোল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

এই প্রেক্ষিতে আলিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি এক অফিসকক্ষে এক কর্মকর্তার সামনে ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠ থাকা এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার শপথ গ্রহণ করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মৈথিলী ঠাকুর শপথ গ্রহণের মহড়া করছেন।

ভিডিওর উপরে লেখা হয়েছে,”ভোটে জেতার আগেই শপথ গ্রহনের প্র্যাকটিস ভিডিও তে প্রার্থী মৈথিলি ঠাকুর মিত্রোঁ অংকটা বুঝতে পারছেন?।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ১৮ অক্টোবরে আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভারতে সংবিধান অনুযায়ী শপথ গ্রহনের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই ভিডিও ‘@MithilaFoodie’ নামক ইউটিউব চ্যানেল এবং ‘Maithili Thakur Fan’-এর ফেসবুক পেজে পাওয়া যায় যেখানে জানানো হয়েছে যে, ভিডিওটি তার মনোনয়নের সময়ের। 

তারপর, আমরা ভিডিওটিকে ভালো করে শুনলে প্রথমে তিনি বলছেন,”আই মিথিলা ঠাকুর, বিধানসভা মেঁ এক স্‌থান কো ভরনে কে লিয়ে আবেদনকর্তা কে রূপ মে নমাঙ্কনপত্র ভর রহি হুঁ… ঔর ইসকে সাথ শপথ লেতি হুঁ কি ম্যাঁ সংবিধান কে প্রতি সাচ্চি শ্রদ্ধা ঔর নিষ্ঠা রাখুঁগি। …” 

যার বাংলা অর্থ- আমি মৈথিলি ঠাকুর, বিধানসভায় একটি আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করছি… এবং এর সঙ্গে আমি শপথ নিচ্ছি যে আমি সংবিধানের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও নিষ্ঠা রাখব।…

অর্থাৎ, তিনি আলিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন এবং সেই সময় সংবিধানের প্রতি সত্যনিষ্ঠ থাকার এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহন করছেন।

ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৮৪(a) (লোকসভা)১৭৩(a) (বিধানসভা)তে অনুযায়ী, প্রার্থীকে মনোনয়ন দাখিল করার আগে ভারতে সংবিধান অনুযায়ী শপথ নিতে হবে। প্রার্থীকে শপথ নিতে হয় নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো কর্মকর্তা, যেমন, জেলা ম্যাজিস্ট্রেট (DM), সাব ডিভিশনাল অফিসার (SDO) বা নির্বাচনী রিটার্নিং অফিসার (RO)-এর সামনে। প্রার্থীকে দুটি বিষয়ে শপথ করতে হয়, ১) ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠ থাকার। ২) ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার। শপথ নেওয়ার পর প্রার্থীকে সেই শপথপত্রের স্বাক্ষরিত কপি মনোনয়নপত্রের সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হয়।যদি প্রার্থী মনোনয়নের আগে শপথ না নেন তাহলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভারতে সংবিধান অনুযায়ী শপথ গ্রহনের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মৈথিলী ঠাকুর শপথ গ্রহণের প্র্যাকটিস করছেন? জানুন ভাইরাল দাবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *