
১৬ জুলাই আলাস্কার উপকূলে একটি শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা আলাদা কয়েকটি ভিডিওর কোলাজ একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি আলাস্কায় ঘটে যাওয়া সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”7.3 মাত্রার ভূমিকম্প। আলাস্কা।।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল হওয়া ভিডিওটির ক্লিপগুলো আসলে সাম্প্রতিক আলাস্কার ভূমিকম্পের নয়। এটি বিভিন্ন সময়ে ঘটে যাওয়া পুরনো ভূমিকম্পের দৃশ্য একত্র করে বানানো হয়েছে।
তথ্য যাচাইঃ
ভিডিওটিতে ৯টি ভিন্ন ভিন্ন ভূমিকম্পের ক্লিপ রয়েছে। আমরা আমাদের অনুসন্ধান শুরু করি প্রতিটি ক্লিপ থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে।
প্রথম ক্লিপঃ
এই একই ভিডিও Kung Ano Ano নামক ফেসবুক প্রোফাইল থেকে ১৯ নভেম্বর,২০২৪, তারিখে পোস্ট করে জানানো হয় ক্লিপগুলো তাইওয়ানের ভূমিকম্প। (আর্কাইভ)
পরবর্তীতে, প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে আমরা ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাই, যা setn.com নামে একটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা ছিল,”তিনি জুওক্সি মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। পাহাড়ের মাঝামাঝি অবস্থানে থাকাকালীন একটি প্রচণ্ড ভূমিকম্প হয়। শুধু পাহাড় ও বনজঙ্গলই তীব্রভাবে কাঁপছিল না, বরং একটি অদ্ভুত গর্জনের শব্দও শোনা যাচ্ছিল।”
প্রতিবেদন অনুযায়ী, “ঝুওসি টাউনশিপ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন যখন এক হাজার মিটার উচ্চতার একটি পাহাড়ে হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছিল। তখন তারা রিখটার স্কেলে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রশিক্ষক ও শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মাটিতে শুয়ে পড়ে এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করে।
দ্বিতীয় ক্লিপঃ
দ্বিতীয় ক্লিপটিতে যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের সময় একটি পুকুরের পানি সমুদ্রের মতো ঢেউ খেলছে। স্ক্রিনশটের রিভার্স ইমেজ সার্চ করে আমরা কয়েকটি ফেসবুক পোস্ট পাওয়া যায় যেখানে জানানো হয়েছে যে ভিডিওটি ২৮ মার্চ ২০২৫–এর মিয়ানমার-থাইল্যান্ড ভূমিকম্পের দৃশ্য।
যদিও আমরা ভিডিওটির সম্পর্কে কোনও নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন খুঁজে পাইনি, তবে এটি সম্প্রতি আলাস্কায় ঘটে যাওয়া ভূমিকম্পের আগের ঘটনা।
তৃতীয় ক্লিপঃ
তৃতীয় ক্লিপটিতে দেখা যায়, একজন ব্যক্তি ভূমিকম্পের সময় একটি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই ভিডিওকে ঘিরে ৩ এপ্রিল ২০২৪ তারিখের বিবিসি নিউজ-এর একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, “তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের একটি হোটেলের ছাদের সুইমিং পুলে সাঁতার কাটার সময় এক ব্যক্তি ভূমিকম্পের কবলে পড়েন। ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে এবং অন্তত নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত ২৫ বছরে এটি তাইওয়ানে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”
চতুর্থ ক্লিপঃ
চতুর্থ ক্লিপটির রিভার্স ইমেজ সার্চে আমরা ৬ ডিসেম্বর ২০২৪ তারিখের একটি ইনস্টাগ্রাম পোস্টে পায় যেখানে ভাইরাল ক্লিপটি পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি ক্যালিফোর্নিয়া ভুমিকম্পের।
পঞ্চম ক্লিপঃ
এই ক্লিপটি ২০২৪ এর নভেম্বরের একটি ফেসবুক পোস্টে অনুযায়ী, ভিডিওটি তাইওয়ানে ঘটে যাওয়া একটি ভূমিকম্পের।
আমরা ভিডিওটির সঠিক সময় বা অবস্থান যাচাই করতে পারিনি, তবে স্পষ্ট যে ভিডিওটি পুরনো। ভিডিওটি সম্প্রতি আলাস্কায় ঘটে যাওয়া ভূমিকম্পের আগের
সপ্তম ক্লিপঃ
সপ্তম ক্লিপটির রিভার্স ইমেজ সার্চে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্লিপটি ৩০ এপ্রিল ২০১২ তারিখে আপলোড করা হয়েছে। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটিতে ২০১১ সালের জাপানের সুনামির দৃশ্য দেখানো হয়েছে।
২৬ অক্টোবর ২০১২ তারিখে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি অনুরূপ ভিডিও নিচে দেখা যেতে পারে।
অষ্টম ক্লিপঃ
অষ্টম ক্লিপটির রিভার্স ইমেজ সার্চে আমরা ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের একটি ফেসবুক পোস্ট পায় যেখানে ক্লিপটি আপলোড করা হয়েছে। এই ক্লিপটি সম্প্রতি আলাস্কায় ঘটে যাওয়া ভূমিকম্পের আগের।
https://www.facebook.com/reel/1336781250595812
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওর ক্লিপগুলো সম্প্রতি আলাস্কায় ঘটে যাওয়া ভূমিকম্পের নয়। ভিডিওটি বিভিন্ন পুরনো ভূমিকম্পের ঘটনার ক্লিপের সংকলন।

Title:পুরনো ও সম্পর্কহীন ভিডিওর কোলাজ ভিডিওকে সম্প্রতি আলাস্কার ভূমিকম্প বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False