ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে নাচছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর ? জানুন ভিডিওর সত্যতা 

False Social

আমাদের একজন পাঠক ফ্যাক্ট ক্রিসেন্ডোর ফ্যাক্ট-লাইন নাম্বার ৯০৪৯০৪৬৮০৯-এ একটি ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য পাঠিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর লেহেঙ্গা পরিহিত অবস্থায় মিউজিকের তালে এক স্টেজে নাচ করছেন। ভিডিওটির সাথে দাবি করা হয়েছে- ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে নাচছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর।  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভিডিওটি ২০১৯ সালে মুম্বাইয়ে আয়োজিত এক ফ্যাশন শোতে সোনম কাপুরের নাচ প্রদর্শনের। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে 

উল্লেখ্য, ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ৬ মে অর্থাৎ আজকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সাথে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরলেন। আগামী কাল অর্থাৎ ৭ মে তারিখে অনুষ্ঠিত হবে  সোনম কাপুরকে উচ্চ-প্রত্যাশিত করোনেশন কনসার্টে আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে তিনি স্টিভ উইনউড এবং কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের উইন্ডসর ক্যাসেলে পরিচয় করিয়ে দেবেন।

তথ্য যাচাইঃ  

ভিডিওর সত্যতা করতে ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, দি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে অভিনেত্রীকে একই পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ২৫ মার্চ, ২০১৯, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা ভারতীয় টেক্সটাইল এবং এমব্রয়ডারির ​​প্রতি শ্রদ্ধা জানিয়ে মুম্বাইতে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন। করণ জোহর এবং শ্বেতা নন্দা বচ্চনের মতো তারকারাও এই ফ্যাশন শোয়ে উপস্থিত ছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 

এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে ’বলিউড গসিপ’ কেন্দ্রিক অনেক চ্যানেলে এই সোনম কাপুরের নাচ প্রদর্শনের ভিডিওটি পেয়ে যায়। ’Lehren TV’ নামের চ্যানেলে ভিডিওটি ২৫ মে, ২০১৯, তারিখে আপলোড করা হয়েছে এবং বর্ণনার মাধ্যমে জানিয়েছেন- সোনম কাপুর সম্প্রতি ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার জন্য র‌্যাম্পে হাঁটলেন। আলিয়া ভাট অভিনিত ’কলঙ্ক’ সিনেমার গান ‘ঘর মোরে পরদেশিয়া’ গানে নাচ প্রদর্শন করেছিলেন অভিনেত্রী।

২০১৯ সালে ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা দ্বারা আয়োজিত ফ্যাশন শোয়ের পুরো ভিডিওটি নীচে দেখুন। 

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, সোনম কাপুরের নাচ করার ভিডিওটি ২০১৯ সালে আয়োজিত এক ফ্যাশন শোয়ের। অপরপক্ষে, তৃতীয় রাজা চার্লস এর রাজ্যাভিষেক অনুষ্ঠিত হল আজকে অর্থাৎ ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এবং আগামী কাল অর্থাৎ ৭ মে তারিখে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। সুতরাং, প্রমানিত হয় যে, রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ভিডিওটি ২০১৯ সালে মুম্বাইয়ে আয়োজিত এক ফ্যাশন শোতে সোনম কাপুরের নাচ প্রদর্শনের। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।   

Avatar

Title:ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে নাচছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর ? জানুন ভিডিওর সত্যতা 

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *