
প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দীপাবলিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে প্রদীপের ছবি, চোখ ধাঁধানো আতশবাজির ভিডিওর বন্যা দেখা গেছে। এই রকমই চোখ ধাঁধানো আতশবাজি বিস্ফোরণের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সেটিকে দুবাইয়ে দীপাবলি উদযাপনের বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বহুতল ভবনের মাথার উপরে একের পর এক আতশবাজির বিস্ফোরণ যা পুরো আকাশকে ঘিরে এক সুন্দর রুপ দিচ্ছে এবং অপূর্ব এই দৃশ্য রাস্তার পাশে দাড়িয়ে প্রত্যক্ষ করছেন বোরখা পরিহিত অনেক মহিলারা।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের ধর্মান্তরিত (converted) মুসলমানদের বলবো দেখুন, আপনার অবৈধ পিতা আসল মুসলমানদের দেখুন। আরবের ভগবান শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তন উদযাপন করতে আরব দেশগুলি দীপাবলি উদযাপন করছে। জয় শ্রীরাম।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে ভিডিওটিতে এই বছর আরবে দীপাবলি উদযাপনের দৃশ্য প্রদর্শিত হয়নি। ভিডিওটি এই চলতি বছরের দীপাবলি উদযাপনের আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘@SaifKhanvideos’ নামের এক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২৩ সেপ্টেম্বরে আপলোড করা হয়েছে এবং বিবরণীতে জানিয়েছে এটি আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপনের।
আর্কাইভ
তাছাড়া, এরকম আরও বেশ কিছু ইউটিউব ভিডিও এবং ফেসবুক পোস্ট পাওয়া যায় যেখানে ভিডিওটি ২৩ সেপ্টেম্বরে আপলোড করে আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপনের ভিডিও বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের জাতীয় দিবস প্রতি বছর ২৩ সেপ্টেম্বরে পালিত হয়।
অপরপক্ষে, দীপাবলি ৩১ অক্টোবর এবং ১ নভেম্বরে উদযাপিত হয়েছে। যা থেকে স্পষ্ট হয় যে ফেসবুক পোস্টের ভাইরাল ভিডিওটি এই বছরের দীপাবলি উদযাপনের সাথে সম্পর্কিত নয়।
তারপর, আরেকটু খোঁজাখুঁজির পর এই একই ভিডিও এক ইন্সতা প্রোফাইল থেকে ২২ আগস্টে পোস্ট করে সেটিকে দুবাইয়ের ভিডিও বলে জানানো হয়েছে।
অন্য একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিন্ন কোণ থেকে ফেসবুক পোস্টের ভিডিওর মতো একটি ভিডিও পেয়েছি যা ২২ জুলাই,২০২৪, তারিখে পোস্ট করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি আসলে যে কোন সময়ের তা সঠিক জানাতে পারিনি। তাহলে, এটুকু নিশ্চিত যে ভিডিওটি এই বছরের দীপাবলি বা সৌদি জাতীয় দিবসের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সৌদি আরবে দীপাবলি উদযাপনের নামে ভাইরাল দাবিটি ঠিক নয়। ভিডিওটি এই বছরের দীপাবলির সাথে সম্পর্কিত নয়।

Title:সৌদি আরবে দীপাবলি উদযাপনের ভিডিও? জানুন ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context