সালমান খানের পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে অভিনেতা কর্তৃক লরেন্স বিষ্ণোইকে হুমকির ভিডিও দাবি করে শেয়ার 

False Social

অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ও এনসিপি বিধায়ক বাবা সিদ্দিকির হত্যা মামলার দায়ভার নিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এই ঘটনার আগেও বিষ্ণোইয় গ্যাং সালমান খানকে মারার হুমকি দিয়েছেন। এমনকি সালমান খানের বাড়ি ‘গ্যালাক্সি’ সংলগ্ন এলাকায় শুটিং-এর শব্দ পাওয়া গেছে। তারপর থেকে সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাবা সিদ্দিকির হত্যা মামলা ঘটার পর থেকেই আবার সালমান খানকে মেরে ফেলার হুমকি এসেছে বিষ্ণোইয় গ্যাং-এর তরফ থেকে। এই প্রেক্ষিতে সুপারস্টারের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমগুলোতে বিশাল ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে লরেন্স বিষ্ণোইকে সতর্ক করে সালমান খানের সাম্প্রতিক ভিডিও। ৩১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে খান বলছেন- মেনে নিলাম আপনি বিশাল শক্তিশালী, বড়োই বাহাদুর। আপনি এত বাহাদুর, শক্তিশালী যে নিজের পরিবারের লোকেদের কাঁধ দেবেন? তাদের শবদেহ উঠাবেন? এত সাহস আছে আপনার? কেন আপনি যমরাজ বা মালেকুল মৌত হতে চাইছেন? কেনই বা নিজের পরিবারের লোকেদের জন্য ইন্না লিল্লাহি বা রাম-নাম পড়তে চাইছেন? 

ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”লরেন্স বিষ্ণোইকে সাফ কথায় জবাব দিয়েছেন সালমান খান।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সালমান খানের ভাইরাল এই ভিডিওটি সাম্প্রতিক কালের নয় বরং ২০২০ সালের এপ্রিল মাসের। করোনাকালে লকডাউনের বিধি না মানা লোকেদের উদ্দ্যেশে ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ ৯ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। ভাইরাল এই ভিডিওটি সেই ভিডিওর অংশ।   

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকম একটি ভিডিও সালমান খানের ইন্সতাগ্রাম প্রোফাইলের পাওয়া যায়। ৯ মিনিটের দীর্ঘ এই ভিডিওটি ২০২০ সালের ১৫ এপ্রিলের পোস্ট করা হয়েছে। ভিডিওতে অভিনেতাকে COVID-19 লকডাউনের নিয়ম লঙ্ঘনকারীদের সমালোচনা করতে এবং সবাইকে সুস্থভাবে লকডাউনের বিধি মেনে চলার অনুরোধ করছেন। 

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, সেই সময় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে জারি করা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল। লকডাউনের নিয়ম মেনে চলার এই ভিডিওটি সালমান খান তার পানভেলের ফার্ম হাউসে ক্যামেরাবন্দি করেছিলেন এবং পোস্ট করেছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সালমান খান কর্তৃক লরেন্স বিষ্ণোইকে হুমকি দেওয়ার দাবিটি মিথ্যা। সুপারস্টার সালমান খানের ভাইরাল এই ভিডিওটি ২০২০ সালের করোনাকালের। 

Avatar

Title:সালমান খানের পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে অভিনেতা কর্তৃক লরেন্স বিষ্ণোইকে হুমকির ভিডিও দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *