মধ্যপ্রদেশে পুলিশ বর্বরতার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২০ সালের

Missing Context Social

একটি পুলিশ বর্বরতার ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যম ফেবসুকে খুব ট্রেন্ড করছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে সম্প্রতি মধ্যপ্রদেশে কৃষি ফসলে বুলডোজার দিয়ে নষ্ট করে দিলেন বিজেপি পুলিশ, ফসল নষ্ট দেখে আত্মহত্যা করলেন কৃষক দম্পতি। মৃত দম্পতিকে জরিয়ে কাঁদছিলেন তার বাচ্চারা, পুলিশ বাচ্চাদেরও পেটালো। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে, পুলিশ বর্বরতার এই ভিডিওটি সম্প্রতির নয়, বরং ৫ বছর পুরনো। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে মারা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ভিডিও কেন্দ্রিক অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ১৬ জুলাই,২০২০, তারিখের দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ বর্বরতার এই ঘটনাটি ঘটেছিলো মধ্যপ্রদেশের গুনা জেলায়। মধ্যপ্রদেশ সরকার দুই বছর আগে ২০ বিঘা সরকারি জমি মডেল সায়েন্স কলেজ নির্মাণের জন্য বরাদ্দ করেছিল। কিন্তু ওই জমিটি দখল করে নিয়েছিল এক দলিত পরিবার এবং তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করতো। এই অবৈধ দখল উচ্ছেদ করতে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছালে দলিত পরিবারটি বাধা দেয়। যখন তারা দেখে যে তাদের পুরো ফসল একটি জেসিবি মেশিন দিয়ে নষ্ট করা হচ্ছে তখন দলিত দম্পতি রাম কুমার আহিরওয়ার এবং সাবিত্রী দেবী কীটনাশক পান করেন। এরপর, পুলিশ তাদের উপর হামলা চালায় এবং জোর করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। রাম কুমারের মা ও ভাই সহ পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে চেষ্টা করলে, কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরও নৃশংসভাবে মারধর করে। যখন দলিত দম্পতির বাচ্চারা তাদের বাবা-মাকে বাঁচাতে ছুটে আসে,তখন কান্নাকাটি করা বাচ্চাদের পুলিশ মৌখিকভাবে গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 

প্রতিবেদন আর্কাইভ 

এই ঘটনার পর তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুণা জেলার জেলা কালেক্টর এবং পুলিশ সুপারিনটেনডেন্টকে অবিলম্বে বদলি করার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া, ঘটনাটি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করার আদেশ দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে, এই ধরনের নিষ্ঠুরতা সহ্য করা হবে না।

‘দি ট্রিবিউন’-এর সংবাদ উপস্থাপন অনুযায়ী, পুলিশ বর্বরতার এই ঘটনাটি ঘটেছে ২০২০ সালের ২৫ জুলাইতে। এই উপস্থাপনে গুনা জেলার জেলা প্রশাসককে এই ঘটনার বিবরণী দিচ্ছেন। বিবরণী থেকেও একই তথ্য জানা যায়। 

আরও দেখুনঃ 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, মধ্যপ্রদেশের এক দলিত পরিবারের উপর পুলিশ বর্বরতার এই ভাইরাল ভিডিওটি সম্প্রইত নয়, বরং ২০২০ সালের। 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মধ্যপ্রদেশের এক দলিত পরিবারের উপর পুলিশ বর্বরতার এই ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং পাঁচ বছর পুরনো। 

Avatar

Title:মধ্যপ্রদেশে পুলিশ বর্বরতার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২০ সালের

Fact Check By: Nasim Akhtar 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *