রাজস্থানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

False Social

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘বিহারে জেন জি আন্দোলন’ এর নামে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। একই দাবিসংবলিত একটি ভিডিও আমাদের নজরে আসে। সেই ভিডিওর সত্যতা যাচাই নিয়েই আজকের এই প্রতিবেদন। ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত বেশ কিছু যুবক একটি ভবনের মেন গেটের রেলিং ভেঙে ভিতরে প্রবেশ করছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বিহার নির্বাচনে নির্বাচন কমিশনের দুর্নীতির জন্য বিহার জেনারেশন Gen Z প্রটেস্ট চলছে।।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি রাজস্থানের শেখাওয়াটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও ‘Reporter Dinesh Kumawat’ নামক ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়। ৯ সেপ্টেম্বরে করা এই পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে, ছাত্রসংগঠন এসএফআই ছাত্রসংঘ নির্বাচন পুনর্বহালের দাবি এবং ফি বৃদ্ধি-র প্রতিবাদে শেখাওয়াটি  বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ ও আক্রমণাত্মক আন্দোলন করেছে।

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভিডিও কেন্দ্রিক সংবাদ মাধ্যম Sikar 23 news’-এর ইউটিউব চ্যানেলে দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ২৯ জুলাইয়ে আপলোড করা এই ভিডিওর বিবরণে জানানো হয়েছে,”সিকার-এর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শেখাওয়াটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংঘ নির্বাচন পুনর্বহালের দাবিতে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)–এর ডাকে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শতাধিক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিতে দিতে উপাচার্যের দফতর ঘেরাও করে এবং ভবনের প্রধান গেট ভেঙে ফেলে। গেট ভাঙচুরের পর বহু ছাত্র উপাচার্যের অফিসের সামনে ধর্নায় বসে পড়ে। এর আগে বিক্ষুব্ধ ছাত্ররা সংবিধান পার্ক থেকে ভিসি অফিস পর্যন্ত তীব্র স্লোগান তুলে ‘আক্রোশ র‌্যালি’ বের করে। এদিকে, আন্দোলনকারী ছাত্ররা অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া দমিয়ে রাখার চেষ্টা করছে।

এনডি টিভির প্রতিবেদন অনুযায়ী,“রাজস্থানে ছাত্রসংঘ নির্বাচনের দাবিতে উত্তেজনা শেখাওয়াটি বিশ্ববিদ্যালয়ে এসএফআই–এর বিক্ষোভ রাজস্থানে ছাত্রসংঘ নির্বাচন করানোর দাবি ক্রমেই জোরদার হচ্ছে। সোমবার শেখাওয়াটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর পতাকার নিচে ছাত্র–ছাত্রীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। এসএফআই কর্মীরা ছাত্রসংঘ নির্বাচন আয়োজনসহ ১৬ দফা দাবিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় চত্বরে র্যালি বের করেন এবং পরে মূল বিশ্ববিদ্যালয় ভবনের উপাচার্যের দফতরে পৌঁছান। বিক্ষোভ চলাকালীন ছাত্রনেতারা স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস উত্তপ্ত করে তোলেন।“ 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রাজস্থানের শেখাওয়াটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভের পুরোনো ভিডিওকে বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘জেন জি আন্দোলন’ বলে দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:রাজস্থানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *