
মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সৃষ্ট উত্তপ্ত পরিবেশের মাঝে সামাজিক মাধ্যম ফেসুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে মালদার মোথাবাড়ির ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে, দেখা যাচ্ছে সাধারন জনগণের একটি ভিড় রাস্তায় চলমান গাড়ি আটকাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আগুন লাগাচ্ছে এবং তা ভাঙচুর করছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মালদহের মোথাবাড়িতে জিহাদি শান্তি বাহিনী দ্বারা হিন্দু দোকান পাট ,যানবাহন গুলোতে নজিরবিহীন ভা*ঙ্গা ও আ*গু*ন লাগানো কোন সম্প্রীতির নিদর্শন?”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভিডিওটি মালদার নয়, বাংলাদেশের সিলেটের।
তথ্য যাচাইঃ
এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওকে ঘিরে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র ভিডিও উপস্থাপন সহ অন্যান্য বাংলাদেশি সংবাদ প্রতিবেদনও পেয়ে যায়। ২০২৩ সালের নভেম্বর মাসের এই প্রতিবেদনগুলো অনুযায়ী, বাংলাদেশের সিলেটে বিএনপি এবং তার জোটের দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এই মিছিলে দলের নেতাকর্মীরা সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান। মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট শহরের বিভিন্ন সড়কে মশাল হাতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের দাবি ছিল সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের আয়োজন।
তাছাড়া, ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ভিডিওটি ভুয়ো দাবির সাথে ফেসবুকে ভাইরাল হওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল এক্স হান্ডেল থেকেও জানানো হয়েছে যে ভিডিওটি ২০২৩ সালে বাংলাদেশের সিলেটের।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিওটি পুরনো এবং বাংলাদেশের।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি মালদার মোথাবাড়ির নয়। ভিডিওটি ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সিলেটে সংঘটিত এক সহিংস ঘটনার।

Title:বাংলাদেশের সিলেটে সংঘটিত সহিংসতার ভিডিওকে মালদার মোথাবাড়ির দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False