নীতিশ কুমারকে থাপ্পড় মারার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২২ সালের

Missing Context Social

তীব্র বিতর্কের মধ্যে সংসদীয় উভয় কক্ষেই ওয়াকফ বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ইতিমধ্যে এই বিলে স্বাক্ষর করেছেন। মোদী সরকারের আনা এই বিলের সমর্থনে নীতিশ   কুমারের দল ‘জেডিইউ’, চন্দ্রবাবু নাইডুর ‘টিডিপি’ এবং চিরাগ পাসওয়ানের দলের সাংসদরা ভোট দিয়েছেন। এই নিয়ে বিরোধী নেতা ও বিল-বিরোধী সাধারণ মানুষের মধ্যে সামাজিক মাধ্যমে অসন্তোষ দেখা যাচ্ছে। জেডি(ইউ) বিলটিকে সমর্থন করায় দলের সাত জন মুসলিম নেতা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওয়াকফ বিল সমর্থন করায় জেডিইউ প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ   কুমারকে এক যুবক থাপ্পড় মেরেছেন। 

ভিডিওটি শেয়ার করে কাপসনে লেখা হয়েছে,”বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ   কুমার কে থাপ্পড়। স্থানীয় কর্মসূচিতে অংশ গ্রহন করার সময় স্থানীয় যুবক ওয়াকফ বিলের প্রতিবাদে মঞ্চের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ   কুমার কে থাপ্পড় দেয়।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওকে ঘিরে অনেক সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ‘এনডি টিভি’র উপস্থাপন অনুযায়ী, নীতিশ   কুমারকে থাপ্পড় মারার এই ঘটনাটি ঘটেছিলো ২০২২ সালের ২৭ মার্চ, বিহারের বখতিয়ারপুরে। ঘটনার তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

অন্যান্য সংবাদ উপস্থাপনও নিশ্চিত করে যে, ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০২২ সালের মার্চ মাসের। 

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওপর হামলা এই প্রথম নয়। ২০২০ সালের বিধানসভা নির্বাচনের সময়ও মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করা হয়েছিল। মধুবনির হারলাখি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারের সমাবেশে ভাষণ দেওয়ার সময় তখন তাঁর দিকে পেঁয়াজ ও এক টুকরো ছোড়া হয়েছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নীতিশ   কুমারকে থাপ্পড় মারার ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালের। পুরনো ভিডিওকে ওয়াকফ বিলের প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:নীতিশ কুমারকে থাপ্পড় মারার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২২ সালের

Written By: Nasim Akhtar  

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *