
নেপালে সরকারবিরোধী জেন-জি আন্দোলনের মাঝখানে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে বিশাল ভাইরাল হচ্ছে যেখানে একটি মন্দিরের বাইরে জনসাধারণের বিশাল ভিড় দেখা যাচ্ছে। ভিডিওতে কিছু মানুষকে মন্দিরের গেটের উপরে উঠতেও দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, জেন-জি আন্দোলনকারীরা নেপালের পশুপতিনাথ মন্দিরকে লক্ষ্য করে সেখানে ভাঙচুর চালিয়েছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”নেপালের সরকারের বিরোধী General -Z রা বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর। হিন্দুদের ঐতিহ্যশালী পশুপতি মন্দিরেও লুটপাট করতে হাজির! কারা যেন সব এখানে লম্ফঝম্প করছে নেপালের কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ হচ্ছে বলে!”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি নেপালের পশুপতিনাথ মন্দিরে ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত এক উৎসবের সময়কার ভিড়ের দৃশ্য।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিওটি ‘hamrojatra’ নামক ইন্সটাগ্রাম পেজে পাওয়া যায়। ভিডিওটি ১৪ জুলাই, ২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে যা থেকে স্পষ্ট ধারনা হয় যে, ভিডিওর ঘটনাটি জেন-জি আন্দোলনের সাথে আগে থেকে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে এবং এই আন্দোলনের সাথে সম্পর্কিত নয়।

নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Routine of Nepal banda’-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ৯ সেপ্টেম্বরে করা একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে,”পশুপতিনাথ মন্দিরে দেখা যাওয়া ভিডিওটি পুরনো এবং বর্তমানে মন্দির এলাকা শান্ত ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।“
নেপালের উৎসব ও সংস্কৃতি ভিত্তিক একটি ফেসবুক পেজ Hamrojatra-এর একটি পোস্ট পাওয়া যায়। ৯ সেপ্টেম্বরে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে যে ভিডিওটি কোনো বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত নয়, এটি একটি উৎসবের দৃশ্য। এই ভিডিও আমাদের ‘পাহাচরে’ উৎসবের, যা নওয়ার সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এতে কোনো ধরনের আক্রমণ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সবাই নিরাপদ রয়েছেন। এই ভিডিও/ছবিটি শুধুমাত্র উৎসব উপলক্ষে তোলা একটি সাধারণ দৃশ্য।
’
ভাইরাল ভিডিও নিয়ে আরও স্পষ্টতা পাওয়ার জন্য আমরা আসল ভিডিও শেয়ার করা পেজ ‘Hamro Jatra’-র মালিক শ্যাম থা-র সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, তিনি একজন সাংবাদিক। এই ভিডিওটি পশুপতিনাথ মন্দিরে অনুষ্ঠিত একটি উৎসবের দৃশ্য।
প্রসঙ্গত, দেশজুড়ে বাড়তে থাকা হিংসার কারণে পশুপতিনাথ মন্দির ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় চলতে থাকা বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে মন্দির চত্বরের চারপাশে নেপালি সেনা মোতায়েন করা হয়। কিছু অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনের মতে, ৯ সেপ্টেম্বর হিংসাত্মক বিক্ষোভকারীরা পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করেছিল। তবে নেপালি সেনাবাহিনী সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় এবং মন্দিরের নিরাপত্তা নিজের হাতে নিয়ে নেয়। সেনা পৌঁছানোর পর থেকে পশুপতিনাথ মন্দিরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি নেপালের পশুপতিনাথ মন্দিরে ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত এক উৎসবের সময় জড়ো হওয়া ভিড়ের দৃশ্য। পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সঙ্গে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জুড়ে সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে।

Title:নেপালে পশুপতি মন্দিরে হামলা করেছে জেন-জি আন্দোলনকারীরা? জানুন ভিডিওর সত্যতা যাচাই
Fact Check By: Nasim AkhtarResult: Misleading