
২৬ ডিসেম্বরের রাতে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের ১৩তম প্রধানমন্ত্রী মনমোহন সিং। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৬ ডিসেম্বরের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পর রাত ৮;০৬ মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করে এইমস-এর ডাক্তারবাবুরা। তার নিধনের খবরে শোকের ছায়া নেমেছে ভারতবাসীর বুকে। তার মৃত্যুর সম্মানার্থে সাজিদ নাডিওয়ালা প্রডাকশন-এর তরফ থেকে সুপারস্টার সালমান খানের পরবর্তী চলচিত্র ‘সিকান্দার’-এর ট্রেইলার রিলিজের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। মনমোহন সিং-এর মৃত্যুর খবরের এই প্রেক্ষিতে তার একটি ছবির কোলাজ সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে সেটিকে তার শেষ ছবি বলে দাবি করা হচ্ছে। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় দেখা যাচ্ছে।
ছবিটি শেয়ার করে একজন লিখেছনে,”ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শেষ মুহূর্তের প্রথম ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি😢🌺🙏 বিদায় মনমোহন সিং জি! 💔।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ছবিটি সম্প্রতি নয় বরং বছর তিনেক পুরনো।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের একটি ছবি সম্বলিত ‘জি নিউজ’, ‘ইন্ডিয়া টিভি’ সহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ১৪ অক্টোবর,২০২১, তারিখের প্রতিবেদন অনুযায়ী, সেই সময় মনমোহন সিং জ্বরের শিকার হয়েছিলেন এবং তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তৎক্ষণাৎ তাকে দিল্লী এইমস-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ছবিটি সেই সময়ের।
ইন্ডিয়া টিভি প্রতিবেদন, webdunia প্রতিবেদন।
তৎকালীন সময়ে তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ‘মানসুখ মান্ডবিয়া’ এইমস-এ প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। মানসুখ মান্ডবিয়ার এই পরিদর্শনে সিং পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নিজের ফটোগ্রাফার নিয়ে অসুস্থ মনমোহন সিং-এর সাথে দেখা করতে যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন।
তারপর, ২০২২ সালের কংগ্রেসের সভাপতি নির্বাচন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দান করেছিলেন। এমনকি ২০২৪ এর লোকসভা ভোটে ব্যালট পেপারে নিজের ভোট দিয়েছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মনমোহন সিং-এর মৃত্যুর প্রেক্ষিতে শেয়ার করা এই ছবিটি তার শেষ ছবি নয়। ছবিটি ২০২৩ সালের। জ্বরের কারণে অসুস্থ হয়ে দিল্লী এইমস-এ ভর্তি ছিলেন তিনি।

Title:হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মনমোহন সিংয়ের ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয় বরং তিন বছর পুরনো
Fact Check By: Nasim AkhtarResult: False