নেপালে সরকারের পতনের পর মোদির ছবি যুক্ত ব্যানার নিয়ে একটি বিশাল মিছিল হয়েছে? জানুন ভিডিওর সত্যতা 

False International

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর, নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দেয়। এতে তরুণ প্রজন্ম, বিশেষ করে Gen Z, ক্ষোভে ফেটে পড়ে। তারা শুধু এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয় বরং দুর্নীতি ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও আন্দোলন শুরু করে। ৮ সেপ্টেম্বর থেকে আন্দোলন রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। কিছু স্থানে সহিংসতা হয়, পার্লামেন্টে আগুন দেওয়া হয়। পুলিশের গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন এবং অনেকে আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করেন। সরকার পরে সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দেয়। এই সার্বিক পরিস্থিতিতে একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে নেপালে কমিউনিস্ট সরকারের পতনের মোদীর সমর্থনে র‍্যালি বের করেছেনে নেপালিরা। ভিডিওতে দেখা যাচ্ছে মোদীর ছবি যুক্ত একটি ব্যানারকে সামনে রেখে সারিবদ্ধ ভাবে চলছেন পুরুষ- মহিলা। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”নেপালে কমিউনিস্ট সরকারের পতনের পর মোদির ফেসটুন নিয়ে যে বিশাল মিছিল হয়েছে তা ভারত বিরোধীদের জন্য বড় ধাক্কা। এতদিন তারা মোদিকে ঘৃণা ছড়িয়ে, ভারতবিরোধী প্রচারে ব্যস্ত ছিল। কিন্তু বাস্তবে নেপালের সাধারণ মানুষ মোদির নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠেছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতবিরোধী রাজনীতি কৃত্রিম এবং ভিত্তিহীন। যারা ভারতের উন্নয়ন, শক্তি ও সহযোগিতা মানতে চায় না তারা এখন একা পড়ে যাচ্ছে। প্রতিবেশী দেশের মানুষের এই সমর্থন তাদের মুখ বন্ধ করে দিয়েছে। তারা বুঝছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগোলে তবেই উন্নতি সম্ভব। লজ্জায় তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। সিকিম রাজ্যের ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সিকিম সফরে তাকে স্বাগত জানাতে সিকিমবাসীর একটি র‍্যালির ভিডিওকে নেপালের দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। যে ব্যানারটি দেখা যাচ্ছে তাতে লেখা রয়েছে,”SIKKIMESE LIMBOO TRIBES WARMLY WELCOME TO HON BLE PRIME MINISTER OF INDIA SHRI. NARENDRA MODI JI TO THE STATE OF SIKKIM. SUKHIM YAKTHUNG SAPSOK SONGCHUMBHO’ অর্থাৎ ‘সিকিমের লিম্বু (য়াকথুং) জনগণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীর নরেন্দ্র মোদী জিকে সিকিমে আন্তরিকভাবে স্বাগত জানায়। “সুখিম ইয়াকথুং সাপসোক সঙচুম্ভো!” 

যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি নেপালের নয় বরং ভারতের রাজ্য সিকিমের। 

সুখিম ইয়াকথুং সাপসক সঙ্গছুম্ভো (SYSS) হল সিকিমের লিমবু (ইয়াকথুং) সম্প্রদায়ের শীর্ষ সংগঠন। এই সংগঠনের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর স্বাগতম জানিয়ে একটি ভিডিও পাওয়া যায়। যার সাথে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের অনেকটা মিল পাওয়া যায়। ৩০ মে তারিখে করা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমরা, সিকিমের লিম্বু জনজাতি, সুখিম ইয়াকথুং সাপসোক সংছুম্ভোর ব্যানারে, ২৯শে মে ২০২৫ তারিখে সিকিমের রাজ্যত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষে সিকিমে নির্ধারিত সফরে আসার জন্য ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। দুর্ভাগ্যবশত, প্রতিকূল আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সিকিমে অবতরণ করতে পারেননি। তবে, তিনি দয়া করে বাগডোগরা থেকে ভার্চুয়ালি সিকিমবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এই ঐতিহাসিক দিনে, আমরা সিকিম ও তার জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ বার্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁর দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় দেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এই আশা ও প্রার্থনা করছি। আমরা এই সুযোগে আমাদের প্রাণবন্ত নেতা ও জনগণের মুখ্যমন্ত্রী, শ্রী পি. এস. তামাং-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমাদের নিরন্তর সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে চলেছেন। আমরা তাগেরা নিবাফুমার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি সিকিমকে আরও উন্নতির পথে পরিচালিত করতে পারেন। আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই সিকিম সরকার, আয়োজক কমিটির সদস্যগণ, সংবাদমাধ্যম ও সাংবাদিকবৃন্দ, পুলিশ কর্মী এবং সকল অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের, যারা ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে তুলতে সকাল থেকে উপস্থিত ছিলেন। কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে, সুখিম ইয়াকথুং সাপসোক সিকিমের লিম্বু জনজাতির পক্ষ থেকে।“ 

সিকিম রাজ্য দিবস প্রতি বছর ১৬ মে পালিত হয়। এই দিনটি সিকিমের ১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হওয়ার স্মৃতিতে পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের মানুষেরকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। 

২৯ মে তারিখে সিকিম রাজ্যের ৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারনে তার সেই সফর বাতিল করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উপস্থিতিতে সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রাজ্যের ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সিকিম সফরে তাকে স্বাগত জানাতে সিকিমবাসীর একটি র‍্যালির ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:নেপালে সরকারের পতনের পর মোদির ছবি যুক্ত ব্যানার নিয়ে একটি বিশাল মিছিল হয়েছে? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *