ওম বিরলার মেয়ে অঞ্জলি বিরলা মুসলমানকে বিয়ে করার দাবিটি মিথ্যা

Communal False

চলতি মাসের ১২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে লোকসভার স্পীকার ওম বিরলার কন্যা অঞ্জলি বিরলা। বিবাহ সমারোহে উপস্থিত হয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া সহ আরও অনেক কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রীরা। এই বিবাহকে ঘিরেই একটি পোস্ট সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করে দাবি করা হচ্ছে, ওম বিরলা তার কন্যার বিয়ে মুসলিম ছেলে আনিস খানের সাথে দিয়েছেন। ভাইরাল ছবিতে ওম বিরলাকে তার কন্যা অঞ্জলি ও জামাইয়ের পাশে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটির উপরে লেখা হয়েছে,”অন্ধভক্তদের নতুন জামাইবাবু।“

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ওম বিরলার জামাই অর্থাৎ অঞ্জলির বরের নাম আনিস খান নয় বরং অনীশ রজনী । অনীশ রজনী মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়ের একজন। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, অঞ্জলি বিরলার বিয়ে সম্পর্কিত অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ‘এবিপি লাইভ’-এর প্রতিবেদন অনুযায়ী, ওম বিরলার জামাই অর্থাৎ অঞ্জলি বিরলার বরের নাম অনীশ রজনী। অনীশ ও অঞ্জলি স্কুলের বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব পরে ভালবাসায় এবং এখন বিয়েতে সম্পন্ন হল। অঞ্জলি ২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে রেল মন্ত্রণালয়ে কর্মরত। অপরপক্ষে, অনীশ কোটার স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের ছেলে। অনীশ রজনীর পরিবার তেল ব্যবসার সঙ্গে যুক্ত। 

প্রতিবেদন আর্কাইভ 

লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, অনীশ রজনী বর্তমানে ৫টি কোম্পানির সঙ্গে যুক্ত। এই কোম্পানিগুলো হল- রজনী প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড,আকর গ্রিনকো প্রাইভেট লিমিটেড, প্রাইমারো ওয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, ধনীশ ট্রেড ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, আর্ক টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। অনীশ এই সব কোম্পানির পরিচালক। 

‘এনডি টিভি’ প্রতিবেদন অনুযায়ী, অনীশের বাবা নরেশ রজনী কে কোটার একজন বিশিষ্ট হিন্দু শিল্পপতি বলে মনে করা হয়। অনীশের বাবা নরেশ রজনী মন্দির নির্মাণ এবং সনাতন ধর্ম উন্নয়ন কাজের জন্য সুপরিতি রয়েছে।  

তারপর, এই সম্পর্কে আরও তথ্য খুঁজতে গিয়ে গয়ার প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা ‘হরি মাঝি’র একটি এক্স (টুইটার) পোস্ট পাওয়া যায় যেখানে তিনি এই বিবাহ সমারোহের নিমন্ত্রন পত্র শেয়ার করে অনীশ রজনীর ধর্ম সম্পর্কিত ভাইরাল দাবিকে খণ্ডন করে স্পষ্ট করে যে অনীশ কোটার একটি ব্যবসায়ী পরিবারের একজন সিন্ধি হিন্দু। এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,”কিছু জিহাদি এবং বিজেপি-বিরোধী লোক গুজব ছড়াচ্ছে যে লোকসভার স্পিকার ওম বিরলাজির মেয়ে অঞ্জলি একজন মুসলিমকে বিয়ে করেছেন। আসলে অনীশ রজনী  একজন সিন্ধি হিন্দু, কোটার একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের অন্তর্গত এবং তার পরিবার ১২টিরও বেশি শিব মন্দির নির্মাণ করেছে।“ 

তাছাড়া, পিটিআই সহ বেশ কিছু সংবাদ মাধ্যমও ভাইরাল দাবিটিকে ভুয়ো বলে আখ্যায়িত করে জানিয়েছেন অনীশ একটি সিন্ধি ব্যবসায়ী পরিবারের অন্তর্গত, মুসলিম সম্প্রদায়ের নয়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, লোকসভার স্পিকার ওম বিরলা মেয়ে অঞ্জলি বিরলার বিয়ে একজন মুসলিমের সাথে হওয়ার দাবিটি মিথ্যা। অঞ্জলির বরের অনীশ রজনী। তিনি রাজস্থানের সিন্ধি হিন্দু সম্প্রদায়ের ছেলে। 

Avatar

Title:ওম বিরলার মেয়ে অঞ্জলি বিরলা মুসলমানকে বিয়ে করার দাবিটি মিথ্যা

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *