
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন তরুণীর ক্রন্দনরত অবস্থায় ক্যামেরার সামে নিজের বাবার খুনের ঘটনার কথা জানানোর ভিডিওকে শেয়ার করে সেটিকে সম্প্রতির ঘটনা দাবি করে লেখা হয়েছে আবারও উত্তরপ্রদেশের হাতরাস! নিজের মেয়ের শ্লীলতাহানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য বাবাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।
ভিডিওতে সেই মেয়ে বলছেন যে, গৌরব শর্মা নামের এক ছেলে তার বাবাকে মাথায়, বুকে, কোমরে গুলি করে হত্যা করেছে। গৌরব প্রথমে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। তার বাবা মাঠে আলুর জমা করছিলেন সেই সময় গৌরব তার বাবাকে গুলি করে হত্যা করেছে।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ঘটনাটি উত্তরপ্রদেশের হাতরাসের ঠিকই। কিন্তু সম্প্রতির নয় বরং ২০২১ সালের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, এই ভিডিওকে ঘিরে ‘এনডি টিভি’র সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ২০২১ সালের ২ মার্চের এই উপস্থাপন অনুযায়ী, একজন পুরুষ যাকে ২০১৮ সালে একটি যৌন নির্যাতন মামলায় অল্প সময়ের জন্য জেলে রাখা হয়েছিল। সোমবার উত্তরপ্রদেশের হাতরাস জেলার একটি গ্রামে তার বাবাকে গুলি করে হত্যা করেছে। হাতরাস পুলিশ এক বিবৃতিতে জানায় যে, অভিযুক্ত গৌরব শর্মাকে ২০১৮ সালে মেয়েটির বাবা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে এক মাস জেলে রাখা হয়েছিল। এক মাস পর তাকে জামিন দেওয়া হয় এবং তারপর থেকে তিনি জেলে ছিলেন না।
Deccanherald-এর ৩ মার্চ, ২০২১, তারিখের প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বাবার নাম আমব্রীশের শর্মা। মেয়ের বাবা ২০১৮ সালে গৌরবের বিরুদ্ধে তার মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছিলেন। যার কারণে গৌরবকে জেলে পাঠানো হয়। এক মাস পর গৌরব জামিনে মুক্তি পায় এবং তারপর থেকেই তার আমব্রীশের সাথে বিরোধ শুরু হয়। মেয়ে তার বাবা আমব্রীশের সাথে পরিবারের আলুর ক্ষেতে ছিল। তখন গৌরব একটি সাদা গাড়িতে তার সহযোগীসহ এসে আমব্রীশকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বলে দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই গুলি চালিয়ে হত্যা করে। (আর্কাইভ)
অন্যান্য সংবাদ প্রতিবেদন থেকেও নিশ্চিত হয় যে, মেয়ের শ্লীলতাহানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য দুষ্কৃতী কর্তৃক বাবাকে হত্যার বর্ণনার এই ঘটনাটি সম্প্রতির নয় বরং ২০২১ সালের। নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশের হাতরাসে মেয়ের শ্লীলতাহানির বিরুদ্ধে অভিযোগ করার কারণে বাবাকে দুষ্কৃতীদের দ্বারা গুলি করে খুনের ঘটনা ২০২১ সালের, সম্প্রতি নয়।

Title:মেয়ের শ্লীলতাহানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য বাবাকে গুলি করে খুন করার ঘটনাটি ২০২১ সালের
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context