না, হোয়াটসঅ্যাপ এবং ফোন কল নিয়ন্ত্রণে ভারত সরকার নতুন কোনো নির্দেশিকা জারি করেনি

False Social

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নিয়ম সংক্রান্ত একটি পোস্ট সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হচ্ছে। এই পোস্টে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের কিছু নিয়ম লেখা হয়েছে এবং সেগুলো নাকি সরকার সম্প্রতি লাঘু করেছে বলে ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন। পোস্টে লেখা হয়েছে,” *আগামীকাল থেকে নতুন হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নিয়ম কার্যকর হচ্ছে।** ১. সকল কল রেকর্ড করা হবে। 2. সমস্ত কল রেকর্ড সংরক্ষণ করা হবে। ৩. হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা হবে। ৪. যাদের কাছে এই তথ্য নেই তাদের অবশ্যই জানাবেন। ৫. আপনার ডিভাইসটি মন্ত্রণালয়ের সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। ৬. কাউকে ভুল বার্তা না পাঠানোর ব্যাপারে সতর্ক থাকুন। ৭. আপনার সন্তান, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সতর্ক থাকতে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাতে বলুন। ৮. সরকার বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ধরণের বার্তা, ভিডিও ইত্যাদি পাঠাবেন না। ৯. বর্তমানে যেকোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে বার্তা লেখা বা পাঠানো অপরাধ… এটি করলে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার হতে পারে। ১০. পুলিশ একটি নোটিশ জারি করবে… তারপর সাইবার ক্রাইম ব্যবস্থা নেবে, যা খুবই গুরুতর। ১১. দয়া করে আপনারা সকলে, গ্রুপের সদস্য এবং অ্যাডমিনরা, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিন। ১২. ভুল বার্তা পাঠানো থেকে বিরত থাকুন, অন্যদের জানান এবং সতর্ক থাকুন। ১৩. দয়া করে এটি শেয়ার করুন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভারত সরকার এ ধরনের কোনো নির্দেশিকা প্রকাশ করেনি। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, ভারত সরকারের নোডাল এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) যা সরকারি নীতি, কর্মসূচি, উদ্যোগ এবং অর্জন সম্পর্কে মুদ্রিত এবং ইলেকট্রনিক মিডিয়াতে তথ্য প্রচার করে-এর অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই পোস্টকে ঘিরে একটি পোস্ট পাওয়া যায়। ৫ মে,২০২৫, তারিখে করে এই পোস্টে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নিয়ম সংক্রান্ত এই নিয়মগুলোকে ভুয়ো বলে জানিয়ে লিখেছেন,”ভারত সরকার এ ধরনের কোনো নির্দেশিকা প্রকাশ করেনি।“  

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এক পরামর্শ বিজ্ঞপ্তিতে দেশের সব সংবাদমাধ্যম এবং সাধারন মানুষকে অনুরোধ করেছে, যেন তারা নিরাপত্তা বাহিনীর চলাচল সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করে এবং এমন কোনো ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করে যা সেনাবাহিনীর মনোবল ক্ষুণ্ন করতে পারে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নিয়ম সংক্রান্ত কোনো নির্দেশিকা প্রকাশ করেনি ভারত সরকার। 

Avatar

Title:না, হোয়াটসঅ্যাপ এবং ফোন কল নিয়ন্ত্রণে ভারত সরকার নতুন কোনো নির্দেশিকা জারি করেনি

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *