
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় ৪৫ কোটিরও বেশি ভক্তের উপস্থিতি আশা করা হচ্ছে যার মধ্যে প্রায় ১৫ লাখ বিদেশি পর্যটকও থাকবে। এই সার্বিক পরিস্থিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, আইয়ুব খান নামে এক মুলসিম জঙ্গি কুম্ভ মেলায় হিন্দু সেজে হামলার পরিকল্পনা করেছিল। তাকে ১ কোটি সাধুর মধ্যে থেকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”আইয়ুব খান নামের এই চাচা হিন্দু সেঁজে গিয়েছিলো কুম্ভ মেলায়। মূলত সে জ*ঙ্গি সংগঠনের সদস্য। কুম্ভমেলায় হামলার পরিকল্পনা করেছিলো। কুম্ভমেলায় উপস্থিত ১ কোটি হিন্দু সাধুর ভেতর থেকে তাকে খোঁজে বের করে গ্রেফতার করেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। ভাইরাল ছবিটির বাস্তব অস্তিত্ব নেই। ছবিটি এআই নির্মিত।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে,বেশ কিছু সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ জানুয়ারি ২০২৫, রাত ২টার দিকে মহাকুম্ভ মেলার নার্সিংহানন্দ গিরির শিবিরের কাছে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘুরছিল। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নার্সিংহানন্দের কিছু অনুসারী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। সে প্রথমে নিজেকে আয়ুষ বলে পরিচয় দেয় এবং বলে যে সে যতি নার্সিংহানন্দকে দেখার জন্য এসেছিল। তারা তার আচরণ সন্দেহজনক মনে করে পুলিশকে অবহিত করে। পুলিশি তদন্তে জানা যায় তার আসল নাম ছিল আইয়ুব এবং সে একজন মুসলিম।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করে বলে, “আমার নাম আয়ুব আলী। আমি এটার আলীগঞ্জের বাসিন্দা। এখানে ঘুরতে এসেছিলাম। জানতাম না এখানে প্রবেশ করা নিষিদ্ধ। কেউ আমাকে পাঠায়নি, একা এসেছি। আমার দুটি ভাই এবং তিনটি বোন আছে। আমার বাবার নাম শাকির আলী। সোমবার কানপুর থেকে ট্রেনে চড়ে, তারপর গোরখপুর পৌঁছাই। গোরখপুর থেকে ট্রেনে চড়ে সোমবার সকালে প্রয়াগরাজ পৌঁছেছি।”
মহাকুম্ভ মেলার আখাড়া থানার ইনচার্জ ভাস্কার মিশ্র মিডিয়াকে জানান যে, আয়ুব আলী উত্তর প্রদেশের এটার আলীগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শাকির আলী, এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই।
উপরোক্ত ঘটনায় ধৃত যুবক আয়ুব আলীর সাথে ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ছবির কোন মিল নেই। যা থেকে ধারনা হয় যে ছবিটি এই ঘটনার সাথে সংযুক্ত নয়।
তারপর ছবিটিকে এআই কন্টেন্ট যাচাইকারী টুলের মাধ্যমে যাচাই করি। ‘hivemoderation’ সহ অন্যান্য টুলগুলো নিশ্চিত করেছে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মহাকুম্ভ মেলায় ধৃত ‘আয়ুব’ নামক যুবকের জঙ্গী সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া, যে ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে সেটিতে যে ব্যক্তি ধৃত আয়ুব হিসেবে চিহ্নিত, তিনি আসলে সেই ব্যক্তি নন। ছবিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্বারা তৈরি।

Title:মহাকুম্ভ মেলায় মুসলিম যুবক সন্ন্যাসী সেজে গ্রেপ্তার হয়েছে বলে শেয়ার করা ছবি আসলে এআই নির্মিত
Written By: Nasim AkhtarResult: Misleading