
১৯ তারিখে ভারত বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজের প্রস্তুতির জন্য ইতোমধ্যেই ভারতের জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছেছে। এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরাট কোহলির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, কোহলি একজন ভক্তের অনুরোধে পাকিস্তানি পতাকায় স্বাক্ষর করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উত্তেজনা তুঙ্গে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,’ পাকিস্তানের পতাকায় বিরাট কোহলি অটোগ্রাফ দিচ্ছে 🥴🥴।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ছবিটি সম্পাদিত। তিনি পাকিস্তানের নয়, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে স্বাক্ষর করছিলেন।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। বিশ্বাসযোগ্য কোন সংবাদ প্রতিবেদনে বিরাট কোহলির পাকিস্তানের পতাকায় স্বাক্ষর নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। বিরাট কোহলি যদি পাকিস্তানের পতাকায় স্বাক্ষর করে থাকতো তাহলে নিশ্চয় সামাজিক মাধ্যম, সংবাদ প্রতিবেদনের চর্চার বিষয় হত। সংবাদ প্রতিবেদনে এই খবরের অনুপস্থিতি থেকে ধারনা হয় যে পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর এবং ছবিটি সম্পাদিত।
ছবির আসল উৎস খুঁজতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ক্রিকেট সম্পর্কিত তথ্য প্রদানকারী একটি এক্স হ্যান্ডেলে একই ধরনের একটি ছবি রয়েছে যেখানে বিরাট কোহলি এবং এক ভক্তকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে কোহলিকে ‘আরসিবি’র জার্সিতে স্বাক্ষর করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পার্থে ভক্তের জন্য আরসিবি জার্সিতে স্বাক্ষর করছেন বিরাট কোহলি ❤।“
এনডি টিভির এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার পার্থে ভারতের সফরের সময় বিরাট কোহলি ও রোহিত শর্মা এক ভক্তের অনুরোধে স্বাক্ষর দেন। ওই ভক্ত ছিলেন পাকিস্তানের করাচি শহর থেকে আসা সাহিল নামের এক তরুণ, যিনি কোহলি ও রোহিত, দুজনেরই বড় ভক্ত। কোহলি ‘আরসিবি’ ও ভারতীয় জার্সিতে স্বাক্ষর করেন। বাসে বসে থাকা রোহিত শর্মা ভক্তের আহ্বানে সাড়া দিয়ে বাস থেকে নেমে এসে সৌজন্যমূলকভাবে স্বাক্ষর দেন।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও বিরাট কোহলিকে একই ভঙ্গিতে ‘আরসিবি’র জার্সিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে এবং সেই তথ্যও জানানো হয়েছে।
মাঠ থেকে সরাসরি সব ঘটনার খবর প্রদানকারী এক্স হ্যান্ডেল থেকে তাদের স্বাক্ষর করার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায় বিরাট কোহলি প্রথমে আরসিবি এবং পড়ে ভারতের জার্সিতে স্বাক্ষর করছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”করাচির বিরাট কোহলির এক ভাগ্যবান ভক্ত তার আরসিবি জার্সিতে তারকা ব্যাটারের স্বাক্ষর পেয়েছেন।“
উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, বিরাট কোহলি পাকিস্তানের পতাকায় নয়, সেই মুহূর্তে তিনি ‘আরসিবি’র জার্সিতে স্বাক্ষর করছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নির্মিত কন্টেন্ট শনাক্তকরন টুলের মাধ্যমে ছবিটিকে যাচাই করলে একটি টুলে জানায়, শার্টগুলোর উপর পড়া আলোর যে ছায়া দেখা যাচ্ছে তা স্বাভাবিক এবং তাতে কোনো অতিরিক্ত অস্বাভাবিকতা নেই, যেগুলো সাধারণত এআই-জেনারেট করা কাপড়ে দেখা যায়।

Sightengine নামক অন্য একটি টুলও নিশ্চিত করে যে, ছবিটি এআই নির্মিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিরাট কোহলি পাকিস্তানের পতাকায় নয় বরং সেই মুহূর্তে তিনি ‘আরসিবি’র জার্সিতে স্বাক্ষর করছিলেন। ভাইরাল হওয়া ছবিটি এআই-নির্মিত।
Title:বিরাট কোহলির পাকিস্তানের পতাকায় স্বাক্ষর করার ভাইরাল ছবিটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered

