জয়সলমীরে ভারতের S400 প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও? জানুন ভিডিওর সত্যতা 

False Satyameva Jayate

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের তরফ থেকে একের পর এক উসকানিমূলক কার্যকলাপ চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় তারা নিয়মিতভাবে ভারী গোলাবর্ষণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে, তবে ভারতীয় সেনাবাহিনী দৃঢ়ভাবে এইসব হামলা প্রতিহত করছে। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে রাতের অন্ধকারে একটি আক্রমণের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে যে এটি জয়সালমেরে ভারতের চালানো হামলার দৃশ্য। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”জয়সলমীরে S400 কতটা ভালো পারফর্ম করেছে দেখুন। পাকিস্তান ঠিক হামাস স্টাইলে আক্রমণ করেছিল, অনেক হামাস সন্ত্রাসী কয়েক মাস ধরে পাকিস্তানে ছিল এবং জানা গেছে যে এই রকেটগুলিও হামাসের তৈরি। কিন্তু ভারতের S-400 দারুন কাজ করেছে, এটি একটি রকেটও মাটিতে পড়তে দেয়নি, এটি সব রকেটকেই বাতাসে বিস্ফোরিত করেছে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এবং এর বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভাইরাল ভিডিওটির কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিওটি NSFchannel নামক এক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ১১ মে, ২০২১ তারিখে আপলোড করা হয়েছিল। ভিডিওটি দেওয়া তথ্য অনুযায়ী, এটি ইজরায়েলের ভিডিও। ইজরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলের আশকেলন শহরের আকাশে আসা রকেটগুলিকে প্রতিহত করেছিল।  

এটি স্পষ্ট করে দেয় যে ভাইরাল ভিডিওটি বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 

ভিডিওটি অন্য একটি ইউটিউব চ্যানেলেও পাওয়া যায় যেখানে এটি তিন বছর আগে আপলোড করা হয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি ২০২১ সালের এবং এর বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

Avatar

Title:জয়সলমীরে ভারতের S400 প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *