রাহুল গান্ধীর সঙ্গে জ্যোতি মালহোত্রার দাবি করে ভাইরাল হওয়া দুটি ছবিই সম্পাদিত 

Altered Political

জ্যোতি মালহোত্রা নামের এক ভারতীয় ইউটিউবার ও ট্র্যাভেল ব্লগারকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৫ সালের ১৭ মে হরিয়ানায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল, যা পরে আরও চার দিন বাড়ানো হয়। এখন পর্যন্ত তার সন্ত্রাসী কোনো সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।

এই খবর সামনে আসার পর সামাজিক মাধ্যমে একটি কোলাজ ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দুটি ছবি রয়েছে যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একজন মহিলার সঙ্গে দেখা যাচ্ছে, যিনি দেখতে অনেকটাই জ্যোতি মালহোত্রার মতো। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”টাকার জন্য পাকিস্তানের কাছে বিক্রি হওয়া পাকিস্তানের গুপ্তচর কংগ্রেস সমর্থক জ্যোতি মালহোতরা রাহুল গান্ধীর সঙ্গে।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ছবি দুটি সম্পাদিত। প্রথম ছবিতে যিনি রয়েছেন, তিনি বিজেপি বিধায়ক অদিতি সিং। আর দ্বিতীয় ছবিটি ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’র সময় তোলা, যেখানে রাহুল গান্ধীর সঙ্গে একজন মহিলা সমর্থককে দেখা যাচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই ছবির সত্যতা যাচাই করতে আমরা ছবি দুটিকে আলাদা আলাদা করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। 

প্রথম ছবিঃ 

টাইমস অফ ইন্ডিয়া’, ‘এবিপি লাইভ’, ‘নিউজ১৮ হিন্দি’ সহ আরও অনেক সংবাদ প্রতিবেদনে রাহুল গান্ধীর সঙ্গে দাঁড়িয়ে থাকা মহিলার পরিচয় আদিতি সিং হিসেবে উল্লেখ করা হয়েছে। আদিতি সিং, যিনি রায়বरेলী সদর বিধানসভা আসনের বিধায়ক, এক সময় কংগ্রেস দলের সদস্য ছিলেন। পরে, ২০২১ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তিনি প্রয়াত কংগ্রেস নেতা অখিলেশ সিং-এর কন্যা। 

নীচে ভাইরাল ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

দ্বিতীয় ছবিঃ 

এই ছবিটি রাহুল গান্ধীর অফসিয়াল ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়। ১৮ সেপ্টেম্বর,২০২২, তারিখের এই ফেসবুক পোস্টে তিনি ভারত যোড়ো যাত্রার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন, যা ৭ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলেছিল। এতে স্পষ্ট দেখা যায় যে মূল ছবির মহিলা জ্যোতি মালহোত্রা নন। 

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধী কেরালার আলাপ্পুজাতে ভারত যোড়ো যাত্রার সময় একজন মহিলা সমর্থককে আলিঙ্গন করার ছবি। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছবির মহিলা জ্যোতি মালহোত্রা নন। ছবি দুটি সম্পাদিত।

Avatar

Title:রাহুল গান্ধীর সঙ্গে জ্যোতি মালহোত্রার দাবি করে ভাইরাল হওয়া দুটি ছবিই সম্পাদিত

Written By: Nasim A  

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *