মুজাফফরনগরে প্রকাশ্যে তরুণী শ্লীলতাহানির ঘটনায় কোনো সাম্প্রদায়িক দিক নেই 

Communal Misleading

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যেখানে প্রকাশ্য দিবালোকে মাঝ রাস্তায় এক যুবক কর্তৃক এক মেয়েকে উত্যক্ত করার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফর নগর এলাকায়। তরুণী হিন্দু ধর্মাবলম্বী যেখানে উত্যক্তকারি ছেলেটি মুসলিম। মুসলিম যুবকের এই অশালীন আচরনের জন্য উত্তরপ্রদেশ সরকার তাকে গ্রেফতার করেছে এবং উচিত শিক্ষাও দিয়েছেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”উত্তরপ্রদেশে মুজাফফরপুরে এক হিন্দু মেয়েকে এক জেহাদি রাস্তায় দাড়িয়ে বিরক্ত করছিলো তারপর তাকে যোগী আদিত্যনাথ পুলিশ উচিত শিক্ষা দিয়েছে ❤️ পশ্চিম বঙ্গ সরকারকেও এইরকম হওয়া দরকার 😈।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভিডিওতে কোন সাম্প্রদায়িক কোণ নেই। তরুণী ও যুবক একই ধর্মাবলম্বী। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিও সম্পর্কিত বিস্তারিত জানতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, সংশ্লিষ্ট ভিডিও সম্বলিত বেশ কিছু সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ‘আজতাক’-এর প্রতিবেদন অনুযায়ী, শ্লীলতাহানীর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফর নগরের মান্ডি থানার চৌরি গলিতে। যুবকের নাম রোহিত। 

প্রতিবেদন আর্কাইভ 

দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায় যে তরুণীর সাথে অশালীন আচনের এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফর নগরের মান্ডি থানার অন্তর্গত এলাকায়। মেয়েটি বাজার থেকে ফিরছিল তখন সেই যুবক তার সামনে এসে জবরদস্তি কথা বলতে শুরু করে। মেয়ে বিরোধিতা করতে থাকলে যুবক তার পিছু নিয়ে থামাতে চেষ্টা করে। আশপাশের লোকজন বাধা দিলে যুবক থেমে যায়। পুরো ঘটনার ভিডিও ধারণ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবং ২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক রোহিত থানা ভূপা এলাকার জৌলি গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর পুলিশ তাকে মেডিকেল পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে গেলে তাকে জিপ থেকে খুঁড়াতে খুঁড়াতে নামতে দেখা গিয়েছিলেন। দুই পুলিশকর্মী তাকে কাঁধে সহায়তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। 

আরও খোঁজাখুঁজির পর মুজাফফর নগর পুলিশের অফিশিয়াল এক্স প্রোফাইলে এই ভিডিও সম্বলিত একটি পোস্ট পাই। যেখানে লেখা হয়েছে,” ০৫/০২/২০২৫  তারিখে নাই মান্ডির থানা এলাকা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে একজন যুবককে একটি মেয়ের সাথে দুর্ব্যবহার/উৎপীড়ন করতে দেখা যায়। পুলিশ স্টেশন নাই মান্ডি উক্ত ভিডিওটি অবিলম্বে বিবেচনা করে এবং প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করার সময় অশ্লীলতা/নির্যাতনের সাথে জড়িত যুবক, ভোপা থনারা বিলায়ত নগর, মুজাফফরনগরের বাসিন্দা সাময় সিং-এর ছেলে রোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে আগাম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।“ 

এই পোস্টে মান্ডি থানার সিও রুপালি রাও এর একটি ভিডিও রয়েছে যেখানে তিনি জানাচ্ছেন- আজ থানা নতুন মন্ডী-তে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন যুবক একটি তরুণীর সাথে হেনস্থা এবং অশালীন আচরণ করছে। ভিডিওটি গ্রহণ করে, থানা নতুন মন্ডী-তে তৎক্ষণাৎ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়। ছেলেটির পরিচয় পাওয়া গেছে। ছেলেটির নাম রোহিত, সে থানা ভূপা এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে। 

https://twitter.com/muzafarnagarpol/status/1887141504948342998

ফ্যাক্ট ক্রিসেণ্ডো মান্ডি থানার সিও রুপালি রাও এর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান যে,”অভিযুক্তের নাম রোহিত সিং। তার বাবার নাম সময় সিং। অভিযুক্ত যুবক ও নির্যাতিতা তরুণী দুজনেই হিন্দু সম্প্রদায়ের।“ 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, অভিযুক্ত যুবক মুলসিম নয় বরং হিন্দু। 

নিষ্কর্ষঃ তথ্য জাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশের মুজাফফর নগরে যুবক কর্তৃক তরুণীকে উত্যক্ত করার ঘটনায় কোন সাম্প্রদায়িকতা নেই। অভিযুক্ত যুবক ও নির্যাতিতা তরুণী দুজনেই হিন্দু সম্প্রদায়ের। 

Avatar

Title:মুজাফফরনগরে প্রকাশ্যে তরুণী শ্লীলতাহানির ঘটনায় কোনো সাম্প্রদায়িক দিক নেই

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *