
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে যেখানে ছবিতে এক যুবক এবং এক মহিলাকে বিয়ের সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, পোস্টের ছবির পাকিস্তানী যুবক তার মাকে বিয়ে করেছেন।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”কিছুদিন আগে আপনারা দেখেছিলেন উত্তর ভারতে এক মেয়ে তার নিজের বাবাকেই বিয়ে করেছিল ভালো পাত্র না পেয়ে সেই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়ে এইবার পাকিস্তান নিজের ছেলের জন্য ভালো পাত্রী না পেয়ে নিজের ছেলেকেই বিয়ে করলেন কি অবস্থা ভারতে মেয়ে বাবাকে বিয়ে করছে আবার পাকিস্তানে ছেলে মাকে বিয়ে করছে এগুলোই কি আসল মহাপ্রলয় আসার আগমন।“
তথ্য যাচাইয়ের আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। যুবকের নাম আব্দুল আহাদ এবং মহিলার নাম মাদিহা আফতাব। দীর্ঘ ১৮ বছর পর মায়ের দ্বিতীয় বিবাহ করিয়েছে এই যুবক। এই ছবিটি সেই বিয়ের অনুষ্ঠানের সময়ের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হিন্দুতান টাইমস, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান হেরাল্ড-এর মত প্রথম সারির সংবাদ প্রতিবেদন থেকে জানতে পারি যে, যুবকের নাম আফতাব এবং ছবিতে দেখতে পাওয়া মহিলাটি তার মা। বাবার মৃত্যুর একা হাতে লালন পালন করেছেন মা মাদিহা আফতাব। পিতৃহারা আফতাব দীর্ঘ ১৮ বছর পর মায়ের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছিলেন। মায়ের বিয়েকে কেন্দ্র করেই একটি রিলে নিজের আবেগঘন মুহূর্ত এবং নিজের অনুভুতি শেয়ার করেছিলেন আফতাব।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন (আর্কাইভ) , বিজনেস টুডে (আর্কাইভv),
সেই রিল ভিডিওটিতে আফতাব বলছেন,”গত ১৮ বছর ধরে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তাকে একটি বিশেষ জীবন দিতে, কারণ তিনি তার পুরো জীবন আমাদের জন্য উৎসর্গ করেছিলেন। কিন্তু শেষমেশ তিনি তার নিজের শান্তিপূর্ণ জীবনের যোগ্য ছিলেন। তাই একজন ছেলে হিসেবে, আমি মনে করি আমি সঠিক কাজ করেছি। আমি আমার মাকে সমর্থন করেছি ১৮ বছর পর ভালোবাসা ও জীবনে দ্বিতীয় সুযোগ নিতে।“
আফতাবের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অন্য এক পোস্টে তিনি লিখেছেন,”আমার মায়ের বিয়ের খবর শেয়ার করতে আমার কয়েকদিন লেগে গিয়েছিল দ্বিধার কারণে, কিন্তু আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা সত্যিই হৃদয়গ্রাহী। আমি মাকে বলেছি, আপনারা কীভাবে আমাদের সিদ্ধান্তকে সম্মান ও প্রশংসা করেছেন। আমরা দু’জনই আন্তরিকভাবে কৃতজ্ঞ।“
(আর্কাইভ)
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পাকিস্তানী যুবক কর্তৃক তার মাকে বিয়ে করার দাবিটি মিথ্যা। যুবকের নাম আব্দুল আহাদ এবং মহিলার নাম মাদিহা আফতাব। দীর্ঘ ১৮ বছর পর এই যুবক তাঁর মায়ের দ্বিতীয় বিবাহ সম্পন্ন করিয়েছেন। ছবিটি সেই বিয়ের অনুষ্ঠানের সময় তোলা।

Title:পাকিস্তানি যুবকের নিজের মাকে বিয়ে করার নামে ভাইরাল দাবিটি ভুয়ো
Fact Check By: Nasim AkhtarResult: False