
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক রাজদীপ সারদেশাই ও বলিউড অভিনেত্রী রানী মুখার্জির একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে রানী মুখার্জি সাংবাদিককে জনসমুক্ষে স্টেজের উপর ধমক দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষিপ্ত অভিনেত্রী চলন্ত শোয়ের মাঝে সাংবাদিক রাজদিপ সারদেশাইকে ধমক দিলেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জানা যাচ্ছে যে বামপন্থী রাজদীপ সরদেশাই রানি মুখার্জিকে জিজ্ঞাসা করেছিলেন, “বিয়ের পর থেকে তুমি অনেক মোটা হয়ে গেছো।” রানি মুখার্জি TMC সাংসদ সাগরিকা ঘোষ বর রাজদীপ সারদেশাই কে সেখানেই কুকুরের মতো তিরস্কার করেছিলেন। ভিডিওটি দ্রুত এডিট করা হয়েছিল এবং এই অংশটি দেখানো হয়নি।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি রানি মুখার্জির রাজদীপ সারদেসাইকে তিরস্কার করার দাবিটি বিভ্রান্তিকর। আসলে তারা দুজনেই মঞ্চে ‘মার্দানি’ সিনেমার একটি দৃশ্য রিক্রিয়েট করছিলেন।
তথ্য যাচাইঃ
ইন্ডিয়া টুডে’র ইউটিউব চ্যানেলে ৩ অক্টোবরে আপলোড করা রানী মুখার্জির সাক্ষাতকারের দীর্ঘ ভিডিওটি পাওয়া যায়। ৪৮ মিনিটের একটি সাক্ষাৎকারে সাংবাদিক রাজদীপ সারদেশাই, রানি মুখার্জির সঙ্গে তাঁর চলচ্চিত্র জীবন নিয়ে কথা বলেন। ‘মার্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় তাঁর চরিত্র নিয়ে আলোচনা হয়। সেখানে উঠে আসে প্রাক্তন আইপিএস অফিসার মীরা চাড্ডা বোরয়ানকারের নাম যাঁর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে ‘মার্দানি’ তৈরি হয়েছে। সাক্ষাৎকারে রাজদীপ রানিকে ‘মার্দানি’ সিনেমার একটি দৃশ্য অভিনয় করতে বলেন। সংশ্লিষ্ট দৃশ্যটি সেই সাক্ষাৎকারের।
২৬ সেপ্টেম্বর,২০২৫, তারিখে ইন্ডিয়া টুডের ফেসবুক পোস্টের মাধ্যমে এই সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে-সাংবাদিক রাজদীপ সারদেশাই, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা করেছিলেন। এই সময় তিনি মার্দানি এবং মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় তাঁর অভিনীত চরিত্রগুলি নিয়ে আলোচনা করেন।
আমরা ভাইরাল এবং আসল ভিডিও যাচাই করে দেখি। দেখা যায়, রাজদীপ সারদেশাই রানিকে মার্দানি ছবির চরিত্রে অভিনয় করতে বলেন। রাজদীপ নিজে গুণ্ডা সাজেন, আর রানি তাঁর চরিত্র অনুযায়ী তাকে ধমক দিয়ে বসতে বলেন।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রানি মুখার্জি রাজদীপ সারদেশাইকে ধমক দিয়েছেন বলে যে ভাইরাল দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। আসলে, তাঁরা দু’জনেই মঞ্চে ‘মার্দানি’ সিনেমার একটি দৃশ্য অভিনয় করছিলেন।
Title:রানি মুখার্জি রাজদীপ সারদেশাইকে ধমক দিচ্ছেন বলে যে দাবি ভাইরাল হচ্ছে তা বিভ্রান্তিকর
Fact Check By: Nasim AResult: False

