হিন্দু ভাই-বোনের বিয়ের নামে ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড

False Social

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে যেখানে একটি মেয়ে এবং একটি ছেলে সাদা পোশাক পরা এবং ফুলের মালা পরা অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওতে মেয়ে নিজেকে এবং ছেলেটিকে পরিচয় করিয়ে দিয়ে বলছেন, “সে আমার ভাই এবং আমি তার বোন। আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের সম্পর্ক খুবই বিশেষ। আমি তার সন্তানের মা হতে যাচ্ছি এবং এজন্য আমি তাকে বিয়ে করেছি। আমাদের সম্পর্ক নিয়ে সমাজে অনেক কিছু বলা হতে পারে কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা ও সংযোগ রয়েছে তাতে আমরা একে অপরের পাশে আছি। আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না কারণ আমরা একে অপরকে সত্যি ভালোবাসি এবং একে অপরের সঙ্গে থাকতে চাই।”

এ ভিডিওটি সামাজিক মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর সাথে অনেক মন্তব্য, বিতর্ক এবং আলোচনা শুরু হয়েছে। কিছু মানুষ এই সম্পর্কের প্রতি সমর্থন জানাচ্ছেন, আবার অনেকেই এটি নিয়ে বিস্ময় এবং নিন্দা প্রকাশ করছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”কুত্তারাও মনে হয় এ ব্যাপারে অনেক সচেতন! প্রথমে দেখলাম বাবা, মেয়ে ! তারপর দেখলাম মা,ছেলে আর এখন দেখছি!? ছি:, ❌ “এ আমার ভাই, আমি ওর বোন, আমি ওর বাচ্চার মা হতে চলেছি তাই আমি ভাইকে বিয়ে করে নিয়েছি। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না” এক ভারতীয় হিন্দু ছেলে নিজের জন্ম বোনকে বিয়ে করেছে অবৈধ সম্পর্কের পর। তারা তাদের দেবতাদের দেখানো পথেই চলছে। দেশবাসী, ও ভাই বোনেরা পারলে এই অসভ্য জাতী থেকে দূরে থাকুন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি স্ক্রিপ্টেড। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, ঠিক ৮ সেকেন্ডের মুহূর্তে স্ক্রিনে একটি ডিস্ক্লেইমার ভেসে উঠে। সেখানে স্পষ্ট লেখা হয়েছে- ভিডিওটি জাতি, বর্ণ, জাতীয় উত্স, জাতিগত গোষ্ঠী পরিচয়, বয়স, ধর্ম ইত্যাদির ভিত্তিতে কাউকে অপমান বা মানহানি করার উদ্দেশ্যে নয়৷ এটি প্রস্তাব করে যে ভিডিওটিতে দেখানো ঘটনাটি কাল্পনিক এবং স্ক্রিপ্টেড। 

আরও খোঁজার পর, আমরা এই ব্যক্তির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভাইরাল ভিডিওতে দেখা ছেলে এবং মেয়ের অন্যান্য অনেক স্ক্রিপ্টেড ভিডিও দেখতে পেয়েছি। এছাড়াও কানহাইয়া সিং তার বায়োতে লিখেছেন যে, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করেন। ভাইরাল ভিডিওতে দেখা মেয়ে এবং ছেলে একে অপরকে ভালোবাসার দাবি করলেও তারা অন্যান্য স্ক্রিপ্টেড ভিডিওতেও একসাথে অভিনয় করেছেন। কানহাইয়া সিংকেও অনেক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, এসব ভিডিও মূলত মজার এবং পরিকল্পিত ছিল যার কোনো বাস্তবতা নেই। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং এটি কোনো বাস্তব ঘটনা নয়। এটি শুধুমাত্র বিনোদনমূলক উদ্দেশ্যে শুট করা হয়েছে।

Avatar

Title:হিন্দু ভাই-বোনের বিয়ের নামে ভাইরাল ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *