
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহরুখ খান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে শাহরুখ খান ইসলামিক দৃষ্টিকোনে জিহাদের আসল মানে বলছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পৃথিবীর সবথেকে ধোনি ও বলিউডের বিখ্যাত সুপারস্টার শাহরুখ খান pm মোদীর সামনে জিহাদ শব্দের অর্থ বুঝিয়ে দিচ্ছে। 2014 বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মিডিয়া ও হিন্দুত্ববাদী আইটি সেল জিহাদ শব্দকে কে অপব্যবহার করে যা খুশি ক্রাইমের সাথে জিহাদ শব্দ লাগিয়ে দিচ্ছে ইসলাম ধর্ম কে ছোটো করার জন্য ।। pm মোদি নিজেও নির্বাচন প্রচার করার সময় ভোট জিহাদ, লাভ জিহাদ শব্দ গুলো ব্যবহার করেছে, সেই মোদির সামনে দাঁড়িয়ে জিহাদ শব্দটার অর্থ বুঝিয়ে দিলো সুপারস্টার শাহরুখ খান নরেন্দ্র মোদী ও তার ভক্তদের মুখের ওপর।।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি সম্পাদিত। ভিডিও এবং অডিও দুটি ভিন্ন ঘটনার, যেগুলোকে ডিজিটালভাবে একত্র করা হয়েছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, দুইজনের এই ভিডিওটি ‘Kanak News’ এর ইউটিউবে চ্যানেলে পেয়ে যায়। ১৯ অক্টোবর,২০১৯ তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”ফিল্ম জগতের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আলাপচারিতায় শাহরুখ খানের বক্তব্য।“
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বিজেপি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পেয়ে যায় যা ২৩ অক্টোবর,২০১৯, তারিখে আপলোড করা হয়েছে আবিং শিরোনামে লেখা হয়েছে,”গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চলচ্চিত্র জগতের সদস্যদের সাক্ষাৎ | পর্দার অন্তরালের দৃশ্য।“ ৩:২১ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শাহরুখ খানের আলাপচারিতা দেখা jabe.
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চলচ্চিত্র জগতের শিল্পী, পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অনুষ্ঠানে গান্ধীজীর আদর্শকে সবার কাছে পৌঁছে দিতে সিনেমার ভূমিকা আলোচনা হয়। মোদীজি সত্য, অহিংসা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে চলচ্চিত্র অঙ্গনকে জাতি নির্মাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আহ্বান জানান।
তারপর আমরা প্রাসঙ্গিক কীওয়ার্ড অনুসন্ধান করে খুঁজে দেখি যে শাহরুখ খান জিহাদের বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না। ফলে, ১৮ এপ্রিল ২০২৫-এ ইউটিউবে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায় যেখানে শাহরুখ খান বলেন যে তিনি ইসলাম ধর্মের অনুসারী এবং ‘জিহাদ’ শব্দটি বহুবার ভুলভাবে ব্যবহার হয়েছে। তাঁর মতে, জিহাদের মূল ভাবনা হলো আমাদের ভিতরের নৈতিক ভুলকে জয় করা, এবং সড়কে মানুষ হত্যা করা জিহাদ নয়। অডিওটি ভাইরাল ভিডিওটির সঙ্গে মিলে যায়।
ভিডিওটির বর্ণনায় ভিডিও ক্রেডিট দেওয়া হয়েছে তেজজ্ঞান ফাউন্ডেশনকে। এটিকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। এর ফলে ১৭ নভেম্বর ২০১১-এ ইউটিউব চ্যানেল ‘Tejgyan’-এ আপলোড করা ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় লেখা ছিল, “শাহরুখ খান The Source: Power of Happy Thoughts’ বইটি গনেশ কলা ক্রীড়া রঙ্গমঞ্চ, পুনেতে সোমবার, ১৪-১১-১১ (১৪ নভেম্বর ২০১১) প্রকাশ করেন। এই অনুষ্ঠানে মেগসেসে পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক ডঃ প্রকাশ আমটে এবং ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (IMPPA)-এর নির্বাহী কমিটির সদস্য মিসেস ফারাহ সুলতান আহমেদও উপস্থিত ছিলেন।
টাইমস্ট্যাম্প ৯:৩০ থেকে শাহরুখ খানের জিহাদ নিয়ে বক্তব্য শোনা যায় যা ভাইরাল ভিডিওটির সঙ্গে মিলে যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে জিহাদের প্রকৃত অর্থ নিয়ে কথা বলেননি। তিনি জিহাদের প্রকৃত অর্থ নিয়ে কথা বলেছেন ঠিকই, কিন্তু তা ছিল ভিন্ন এক অনুষ্ঠানে। ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
Title:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে শাহরুখ খানের জিহাদের প্রকৃত অর্থ নিয়ে কথা বলার ভাইরাল ভিডিওটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: Misleading

