
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বেশ শেয়ার করা হচ্ছে যেখানে একটি ফ্লাইওভার হঠাৎ ধসে পড়তে দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে দাবি করছেন, এই ভয়াবহ দুর্ঘটনাটি ভারতের বিহার রাজ্যে ঘটেছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আজকাল বিহারে গুজরাটের মতো বসন্তকাল চলছে। দ্বি-ইঞ্জিন সরকার থাকায় সেতু ও কালভার্ট ভেঙে পড়া স্বাভাবিক হয়ে উঠেছে। আর উন্নয়ন তার শীর্ষে।…।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্ত্বাকে কাজে তৈরি করা।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। দেখা যায়, পিলারের নিচ থেকে মাটি চিরে দুই জন মানুষ উঠে আসছেন। এরপর হঠাৎ করে তারা একত্রে মিশে গিয়ে একজন মানুষের আকৃতি নেয়। এই অস্বাভাবিক ও অবাস্তব দৃশ্য দেখে মনে সন্দেহ হয় এবং ধারনা হয় যে ভিডিওটি এআই নির্মিত।
https://vimeo.com/user222558457?fl=pl&fe=po&pgroup=plc
ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিও অনেক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে এটিকে এআই নির্মিত বলে জানিয়েছে। যিনি এই ভিডিওটি পোস্ট করেছেন, তার ফেসবুক প্রোফাইলে এর আগেও এ ধরনের এআই-জেনারেটেড ভিডিও পাওয়া গেছে।
তারপরে আমরা ভিডিওটি একটি এআই শনাক্তকরণ টুল, hivemoderation-এর ওয়েবসাইটে আপলোড করে যাচাই করি এবং এই টুল নিশ্চিত করে ভিডিওটি এআই নির্মিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল হওয়া ব্রিজ ধসের ভিডিওটি বাস্তব নয়, এটি এআই প্রযুক্তিতে নির্মিত।

Title:বিহারে ব্রিজ ধস বলে ভাইরাল ভিডিওটি আসলে এআই নির্মিত`
Fact Check By: Nasim AkhtarResult: False