
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের দাবি করে শেয়ার করা হচ্ছে। ২২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যে একের এক বিস্ফোরণ হয়ে যাচ্ছে যার ফলস্বরুপ আকাশ মণ্ডল ধোঁয়াই ভরে উঠেছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। কেরলের ধর্মীয় উৎসব ’পুরম’ উপলক্ষে আতশবাজি প্রদর্শনের ভিডিও এগরা বিস্ফোরণের দাবিতে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে ১৬ মে তারিখে। বাজি তৈরির কারখানায় এই বিস্ফোরণটি ঘটেছে। ঘটনায় নয় জনেরও অধিক মারা গেছেন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। ভয়াবহ বিস্ফোরণ দেখে অনুমান করা হচ্ছে কারখানাটি ছিল বোমা তৈরির কারখানা। ঘটনার পর মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বিস্ফোরণে গুরুতর জখম কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ ওড়িশার কটকে এক হাসপাতালে মৃত্যু বরন করেছে।
তথ্য যাচাইঃ
ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ’WhAtEvEr TV’ নামের ইউটিউব চ্যানেলে হুবহু এই ভাইরাল ভিডিও পেয়ে যায়। লক্ষ্যনিয় ব্যাপার হল, ভিডিওটি ২৫ মার্চ,২০২২ তারিখে আপলোড করা হয়েছে। এই শর্ট ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “কাভাশেরি পুরম বেদিকেতু, কেরালা আতশবাজি উৎসব, কেরালায় আতশবাজি উৎসব।´ উল্লেখ্য, কাভাশেরি হল কেরল রাজ্যের পালাক্কাদ জেলার একটি গ্রাম পঞ্চায়েত।
এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৬ তারিখ এবং অপরক্ষে ফেসবুক পোস্টের ভাইরাল ভিডিওটি ২০২২ সাল থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। এখান থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি এগরা বিস্ফোরণের সাথে সম্পর্কিত নয়।
আরও অনুসন্ধানের পর ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক পশ্চিমবঙ্গ পুলিশের টুইট পোস্ট ও ফেসবুক পোস্ট পাওয়া যায়। এগরা বিস্ফোরণের দাবিতে শেয়ার করা একটি ইউটিউব ভিডিওর স্ক্রিনরেকর্ড শেয়ার করে পুলিশ জানিয়েছেন যে, “কিছু মিডিয়া চ্যানেলে ও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিকে এগরার খাদিকুলের বিস্ফোরণের ঘটন হিসাবে প্রচার করা হচ্ছে। আসলে এটি কেরালার পুরম উৎসবের দৃশ্য। #WBP সকল কে ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছি। অন্যথায়, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“
টুইট পোস্টেও একই কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, পুরম হল একটি ধর্মীয় উৎসব যা প্রায়শই কেরলের থ্রিসুরে অনুষ্ঠিত হয়। এই উৎসবকে উৎসবের উৎসব বলে অভিহিত করা হয়ে থাকে। ঐতিহ্য রয়েছে যে প্রতি বছর পার্শ্ববর্তী অঞ্চলের বসবাসকারীরা প্রভু শিবকে উৎসর্গ করে দিনটি উদযাপন করতে বিখ্যাত ভাদাকুমনাথ মন্দিরে জমায়েত হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল আতশবাজির প্রদর্শন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। কেরলের ধর্মীয় উৎসব ’পুরম’ উপলক্ষে আতশবাজি প্রদর্শনের ভিডিও এগরা বিস্ফোরণের দাবিতে শেয়ার করা হচ্ছে।

Title:কেরলের ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি প্রদর্শনের ভিডিও এগরা বিস্ফোরণের নামে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False