
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়িকে সংযোগকারী সেবকের বিখ্যাত করোনেশন ব্রিজ ভেঙে পড়ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দেখো সেবক এর ব্রিজ কিভাবে ভেঙে পড়ল।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে তৈরি করা। ভিডিও পোস্টের অভিযোগে পঞ্চম ওরাও ওরফে রাহুল কুজুরের নামে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিও কেন্দ্রিক জি নিউজ, নিউজ১৮ বাংলার প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি করা জানানো হয়েছে। লেখা হয়েছে-ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পঞ্চম ওরাও ওরফে রাহুল কুজুরের নামে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গনপতও ভাইরাল এই দাবিকে খণ্ডন করে জানিয়েছেন ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দক্ষিণবঙ্গের সেবকের বিখ্যাত করোনেশন ব্রিজ ভেঙে পড়ার দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটি এআই নির্মিত।