
বাংলাদেশে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে অগ্নিদগ্ধ করার নির্মম ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন এবং মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”যোগী আদিত্যনাথজি বলেছেন- “বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের উপযুক্ত জবাব যদি প্রধানমন্ত্রী না দিতে পারেন, তাহলে তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত…..” #এই_মানুষটাকে_এমনি_এমনি_শ্রদ্ধা_করি_না🙏 #NextPrimeMinisterOfINDIA #SANATANIHINDUYODHYA 🙏💫🔥👏💪😊👍।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করেননি। তিনি উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি তুলেছিলেন এবং বিরোধীদের নীরবতা নিয়ে প্রশ্ন করেছিলেন। তবে তিনি কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেননি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, একই ভঙ্গিতে দাড়িয়ে বিধানসভা ভাষণের তার দীর্ঘ ভিডিওটি এএনআই-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২৫ ডিসেম্বর, ২০২৫, আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”উত্তরপ্রদেশ বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী যোগী, সপা নেতাদের কড়া সমালোচনা।“
এটি ছিল উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুরো বক্তব্যের রেকর্ডিং। ভিডিওটির ৫৯:৫৭ মিনিটের সময়সীমায় দেখা যায়, যোগী আদিত্যনাথ বাংলাদেশে এক দলিত যুবকের হত্যার প্রসঙ্গ তোলেন এবং বিরোধীদের বিরুদ্ধে তোষণনীতির অভিযোগ করেন। যোগী বলেন, “বাংলাদেশ যদি পাকিস্তান না হতো, তাহলে এভাবে হিন্দুকে পুড়িয়ে মারা হতো না। আর যদি পুড়িয়ে মারা হতো, তাহলে তার কী পরিণতি হতো, সেটাও সে জানত এটাই নিরাপত্তার গ্যারান্টি। আপনারা গাজা উপত্যকায় কিছু হলেই চোখের জল ফেলেন। কিন্তু পাকিস্তান ও বাংলাদেশে যখন হিন্দু হত্যা করা হয়, তখন আপনাদের মুখ বন্ধ হয়ে যায়, কারণ নিহত ব্যক্তি হিন্দু, দলিত।“ এরপর যোগী বলেন, এই ঘটনার তীব্র নিন্দা হওয়া উচিত এবং বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনা উচিত।
অর্থাৎ, তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি উত্থাপন করেছিলেন। পাশাপাশি নিজের বক্তব্যে বিরোধীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এ কারণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের কোনো দাবি করেননি।
পরবর্তীতে আমরা উত্তরপ্রদেশ বিধানসভার ইউটিউব চ্যানেলে আপলোড করা ওই একই ফুটেজের বিস্তৃত সংস্করণটি পাই, যার শিরোনাম ছিল,”উত্তরপ্রদেশ বিধানসভা শীতকালীন অধিবেশন (২৪ ডিসেম্বর ২০২৫) চতুর্থ দিন”। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আমরা লক্ষ্য করি, ভাইরাল ক্লিপের সঙ্গে মিল থাকা অংশটি প্রায় ৫:২৬:৫০ মিনিটের সময় দেখা যায়। এখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের, বিশেষ করে সমাজবাদী পার্টিকে আক্রমণ করেন। তবে ভিডিওর কোথাও বা কোনো পর্যায়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেননি কিংবা বাংলাদেশে হামলার কথা বলেননি।
আমাদের তদন্তে কোথাও এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। কারণ এমন কিছু হলে তা অবশ্যই সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা পেত।
এরপর আমরা ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করি। এতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ভিডিওতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লিপ-সিঙ্ক ঠিক নেই এবং অডিওতেও অসামঞ্জস্য দেখা যায়। এতে আমাদের সন্দেহ হয় যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি হতে পারে।
যাচাইয়ের জন্য আমরা এআই ভয়েস ডিটেক্টর টুল Hiya দিয়ে ভিডিওটি পরীক্ষা করি। এতে স্পষ্ট হয়, ভিডিওটি এআই নির্মিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করার ভাইরাল এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি তুলেছিলেন এবং বিরোধীদের নীরবতা নিয়ে প্রশ্ন করেছিলেন। তবে তিনি কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেননি।
Title:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করা যোগী আদিত্যনাথের ভাইরাল এই ভিডিওটি এআই নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered

