
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ রাস্তা অবরোধ করে পুলিশের সামনে স্লোগান দিচ্ছে। সেই ভিড়কে ছত্রভঙ্গ করতে দুই পুলিশ কর্মী তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লেন এবং সাথে সাথে সেই ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। ভাইরাল এই ভিডিওটি শেয়ার করে এটিকে উত্তরপ্রদেশের জেন জি আন্দোলনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”উত্তর প্রদেশে Gen Z আন্দোলনের কিছু মুহূর্ত।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভিডিওটি আসলে ঝাড়খণ্ডের বোকারো জেলার ঋতুদীহ এলাকায় অনুষ্ঠিত একটি মক ড্রিলের দৃশ্য।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই রকমের দৃশ্য সম্বলিত একটি দীর্ঘ ভিডিও “Life&time108’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যা ২৮ সেপ্টেম্বরে আপলোড করা হয়েছে এবং এটি ঝাড়খণ্ডের বোকারো জেলার ঋতুদীহ এলাকায় অনুষ্ঠিত একটি মক ড্রিলের ভিডিও বলে জানানো হয়। ২ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর ঠিক ১ মিনিটের পরের অংশটুকু সংশ্লিষ্ট ভাইরাল ভিডিওর সাথে হুবহু মিলে যায়।

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এই মক ড্রিলের কেন্দ্র করে বোকারো পুলিশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ভিডিওর সাথে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ দুর্গাপূজা আগে বোকারো পুলিশ দুটি স্থান, লাইন সেক্টর ১২ এবং ঋতুদীহে মক ড্রিল পরিচালনা করে। এই মহড়া তত্ত্বাবধান করেন বোকারোর পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এর মূল লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতি ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া।
ঝাড়খণ্ডের বোকারো জেলায় দুর্গা পূজার সময় যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী এসপি হরবিন্দর সিংয়ের উপস্থিতিতে একটি মক ড্রিল পরিচালনা করেছিল। এই তথ্য জানিয়ে অনেক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের এই মক ড্রিল কেন্দ্রিক বেশ কিছু উপস্থাপন পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ঝাড়খণ্ডের বোকারো জেলার ঋতুদীহ এলাকায় অনুষ্ঠিত একটি মক ড্রিলের ভিডিওকে উত্তরপ্রদেশের জেন জি আন্দোলন দাবি করে শেয়ার করা হচ্ছে।

Title:ঝাড়খণ্ডে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত পুলিশের মক ড্রিলের ভিডিওকে উত্তরপ্রদেশের ‘জেন জি’ আন্দোলনের দৃশ্য বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False