
চলমান আইসিসি মহিলা বিশ্বকাপ টুর্নামেন্টে ৫ অক্টোবর অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরিপ্রেক্ষিতে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ফাতিমা সানা হারমানপ্রিতের সঙ্গে হাত মেলাতে গেলে, ভারতীয় অধিনায়ক তা প্রত্যাখ্যান করেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”প্রসঙ্গ যখন দেশপ্রেম নিয়ে আমাদের দেশের মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে কম নয়…❤️🔥 প্রত্যেক ভারতীয় নাগরিকের ভারত মাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা তো এরকমই হওয়া উচিত…🫡🇮🇳 ভারত মাতা কী জয়…🇮🇳🚩।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে ফাতিমা সানাকে হারমানপ্রিত কৌরের করমর্দন উপেক্ষার ভাইরাল ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় যখন ফাতিমা হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে থাকেন তখন তার হারমানপ্রিতের শরীরে স্পর্শ করলেও তার জার্সিতে কোন পরিবর্তন দেখা যায় না। তাছাড়া, যখন তাড়া একে অপরের বিপরীতে হয়ে হাঁটতে শুরু করেন দেখা যায়, ফাতিমার জার্সিতে পাকিস্তান বানানে ভুল এবং হারমান-এর জার্সি নম্বরের রঙ এবং নম্বর ভুল রয়েছে। তার জার্সির নম্বর হল ২৩ এবং নম্বরের রঙ কমলা। এই সমস্ত তথ্য দেখে ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে মনে সন্দেহের অবকাশ ঘটে।

তারপর, আমরা সেই ম্যাচের টসের ভিডিওটি খুজে বের করি। টসে পাকিস্তান জয়ী হয়ে বল করার সিদ্ধান্ত নেই। টস জেতার পর তারা হাত মেলাননি। এমনকি হাত মেলানোর জন্য কেউ প্রস্তাবও দেননি। সেই সুত্রেই টস রেফারির সাথে পাকি অধিনায়কের কথা বলার সময় দেখা যায়, ভারতীয় অধিনায়ক দূরে দাড়িয়ে থাকেন এবং কথা শেষ হলে পাশ কাটিয়ে চলে যান। কোথাও দুই অধিনায়কের হাত মেলানোর ঘটনা দেখা যায়নি।
সংবাদ প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি ডিজিটালি কারুকার্যকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট ম্যাচে ফাতিমা সানার হারমানপ্রিত কৌরের সঙ্গে করমর্দন না করার যে ভিডিও ভাইরাল হয়েছে, তা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

Title:ভারত-পাকিস্তান অধিনায়কদের হাত মেলানো নিয়ে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি
Fact Check By: Nasim AkhtarResult: False