পুলিশের হাতে মারধরের শিকার এক পশু অধিকারকর্মী মহিলার ভিডিও ভুলভাবে লোকগায়িকা নেহা সিং রাঠোরের সঙ্গে যুক্ত করে শেয়ার 

False Social
Neha SIngh.png

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একজন নারী পুলিশ কর্মী একটি বাসের ভিতরে আরেকজন মহিলাকে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে মারধর করা মহিলা হলেন বিহারের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”নেহা রাঠোর গ্রেফতার সবাই আওয়াজ তুলুন অন্যথায় গণতন্ত্র রক্ষা করতে কেউ এগিয়ে আসবে না।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওর মহিলা নেহা সিং রাঠোর নন। তিনি একজন পশু অধিকারকর্মী যিনি স্ট্রে কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

 এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ straysofdelhi’ নামক ইন্সতাগ্রাম প্রোফাইলে পাওয়া যায়। ১২ আগস্টে করা এই পোস্টের ভিডিওর উপরে লেখা অনুযায়ী, ভিডিওর মহিলা একজন পশু অধিকারকর্মী। 

ফি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সড়ক কুকুরদের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরোধিতায় বিক্ষোভ করছিলেন পশু-অধিকারকর্মীরা। এই বিক্ষোভ ভাঙতে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করা শুরু করে। গ্রেফতারের সময় ধস্তাধস্তির মধ্যে, গাড়িতে তোলার সময় এক মহিলা পুলিশকর্মী ও এক মহিলা বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই মহিলা পুলিশকর্মী বিক্ষোভকারী মহিলাকে একাধিকবার কিল ও চড় মারেন।

stray dog1.png
প্রতিবেদন আর্কাইভ 

আরও খুঁজাখুঁজির পর, আমরা সেই একই ঘটনার একটি অন্য কোন্‌ থেকে ভিডিও পেয়েছি, যেখানে বিক্ষোভকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওতে থাকা মহিলা নেহা সিং নন। 

https://www.facebook.com/reel/1099925544899235

নীচে ভাইরাল ভিডিওর মহিলা এবং নেহা সিং রাঠোরের ছবির তুলামূলক  ফ্রেমটি নীচে দেখুন। 

stary dog2.png

এই দাবিকে খণ্ডন করে নেহা সিং একটি পোস্ট করে লিখেছেন,”একটি গুজব ছড়ানো হচ্ছে যে আমার দিল্লি পুলিশের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে… এটি একটি মিথ্যা খবর… আমি বর্তমানে নিজের বাড়িতে নিরাপদে রয়েছি।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওর মহিলা নেহা সিং রাঠোর নন। তিনি একজন পশু অধিকারকর্মী যিনি স্ট্রে কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।

Avatar

Title:পুলিশের হাতে মারধরের শিকার এক পশু অধিকারকর্মী মহিলার ভিডিও ভুলভাবে লোকগায়িকা নেহা সিং রাঠোরের সঙ্গে যুক্ত করে শেয়ার 

Fact Check By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *