
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার পর থেকে দেশজুড়ে একটি অশান্তিকর পরিবেশ বিরাজ করছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুর মৃত বাবাকে বিদায় জানানোর একটি আবেগপূর্ণ ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মৃত্যু শয্যায় শুয়ে থাকা ব্যক্তি ওসমান হাদি এবং শিশুটি তার ছেলে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাবার সাথে ছেলের শেষ দেখা হাদি ভাইয়ের ছেলে।।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি সিরিয়ার ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমানে নিহত বাবাকে তার শিশু সন্তানের হৃদয়ভাঙা বিদায়ের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, সিরিয়া ভিত্তিক সাংবাদিক ‘خالد عبدو Halid Abdo’-এর একটি পোস্ট পাওয়া যায় যেখানে তিনি জানিয়েছেন- ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমান শহরে দুই দিন আগে দাঈশের হামলায় নিহত বাবাকে একটি শিশু শেষ বিদায় জানাচ্ছে।
সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Al-Estiklal English’-এর এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করে জানানো হয়েছে,”সিরিয়ার এক আবেগঘন মুহূর্ত—ইদলিবের দক্ষিণে মারেত আল-নুমানে আইএসআইএস হামলায় নিহত বাবাকে এক কিশোরী শেষ বিদায় জানাচ্ছে।“
ডিসেম্বর ১৪ তারিখে উত্তরপশ্চিম ইদলিব প্রদেশের মাররাত আল-নুমান রোডে এক সন্ত্রাসী হামলা করেছিল আইএসআইএল (ISIL)। তল্লাশি চলাকালীন এই হামলায় চার জন নিরাপত্তা কর্মী নিহত এবং একজন গভীরভভাবে আহত হয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সিরিয়ার ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমানে নিহত বাবাকে তার শিশু সন্তানের হৃদয়ভাঙা বিদায়ের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
Title:সিরিয়ার ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমানে নিহত বাবাকে তার শিশু সন্তানের হৃদয়ভাঙা বিদায়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

