যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া কলম্বিয়ান অভিবাসীদের ভিডিওকে ভারতীয় অভিবাসী দাবি করে শেয়ার  

False International

কমপক্ষে ১০৪ জন ভারতীয় নাগরিককে সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এই সার্বিক পরিস্থিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে কিছু মানুষকে হাতকড়া পরিয়ে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে একটি প্লেনে উঠতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে এই ব্যক্তি গুলি হলেন সেই ভারতীয় নাগরিকরা যাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”আমেরিকা থেকে ভারতীয়দের বিতাড়িত করা হচ্ছে এত নির্মমভাবে, এত অসম্মানে, এত নিষ্ঠুরভাবে ! কোথায় আমাদের 56 ইঞ্চি,,,,?? চাড্ডি ভক্তরা খুব ট্রাম্প ট্রাম্প করিয়েছিলেন! এবার সেই ভক্তদের সঙ্গে ট্রাম্প কী অপকর্ম করছেন! অন্ধ ভক্ত আরেক বার হবে নাকি ট্রাম্পের জয়ের জন্য যজ্ঞ?।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া কলম্বিয়ান অভিবাসীদের ভিডিওকে ভারতীয় অভিবাসী দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Grupo Salma Flamenco Fusión নামক এক ইউটিউব চ্যানেলে হুবহু এই ভিডিওটি পেয়ে যায় যা ২৯ জানুয়ারি,২০২৫, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর উপর থাকা লেখাটিকে গুগল ট্রান্সলেটের সাহায্যে জানতে পারি যে, ভিডিওটি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া কলম্বিয়ান অভিবাসীদের দেখাচ্ছে। 

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা সংবাদ সংস্থা ANI-এর একটি ভিডিও পাই যেখানে ভিডিওর হুবহু দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওর বিবরণীতে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটিতে কলম্বিয়ান নাগরিকদের বহিষ্কারের দৃশ্য প্রদর্শন করছে। 

আমরা ভাইরাল ভিডিওর স্ক্রীনশটের মতো একটি ছবি azfamily- এর ওয়েবসাইটে পেয়েছি। শিরোনামে বলা হয়েছে, ছবিটি US সামরিক বাহিনী এবং DHS মিলে বহিষ্কারের ফ্লাইট পরিচালনা করছে। 

আরেকটি প্রতিবেদন যেখানে একই ধরনের একটি ছবি রয়েছে, তাতে বলা হয়েছে,দুটি U.S. Air Force C-17 ফ্লাইট যেগুলো বহিষ্কারের মিশন চালাচ্ছিল, কোলম্বিয়ায় অবতরণের জন্য কূটনৈতিক অনুমতি না পাওয়ায় ফিরে এসেছিল। 

US প্রতিরক্ষা দপ্তর তাদের ওয়েবসাইটে সংশ্লিষ্ট ভিডিওটি প্রকাশ করেছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে কলম্বিয়ান অভিবাসীরা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার দৃশ্য প্রদর্শিত হয়েছে।  ভিডিওতে দেখা মানুষগুলো ভারতীয় নয়। 

Avatar

Title:যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া কলম্বিয়ান অভিবাসীদের ভিডিওকে ভারতীয় অভিবাসী দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *