তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কথিত তিরস্কার করার ভিডিওটি আসলে দুটি পৃথক ভিডিওর মিশ্রণ 

Altered Political

সম্প্রতি সামাজিক মাধ্য ফেসবুকে সংসদ ভবনের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর লোকসভায় দেওয়া বক্তব্য শেষ পর্যন্ত শুনুন।“ ভিডিওটিতে তৃনমূল সাংসদকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে শোনা যাচ্ছে এবং তিনি গৃহমন্ত্রী অমিত শাহকে বকা দিচ্ছেন এবং তার পরক্ষনেই অমিত শাহ বসে গেলেন। আসলেই কি কাকলি ঘোষ অমিত শাহকে বকা দিয়েছিলেন? 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দুটি ভিন্ন ও অপ্রাসঙ্গিক ভিডিও ক্লিপকে জুড়ে কাকলি ঘোষ কর্তৃক অমিত শাহকে বকা দেওয়ার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা প্রথমে কাকলি ঘোষের ফ্রেমটি গুগলে রিভার্স ইমেজ সার্চে করি। এর ফলে, মূল ভিডিওটি সংসদ টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২০২২ সালের ১ আগস্ট আপলোড করা এই ভিডিওর বিষয় ছিল ‘মূল্যবৃদ্ধি নিয়ে বিধি ১৯৩-এর অধীনে আলোচনা’। কাকলি ঘোষের মোট ১৩;২৫ সেকেন্ডের এই বক্তব্যে ১২:৩৫ মিনিটের সময়ে তার ধমকের অংশটুকু দেখা যায়। তার ভাষণের কোনো অংশেই অমিত শাহের উপস্থিত বা তাকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায়নি।

তারপর, অমিত শাহের ফ্রেমটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মুল ভিডিওটি সংসদ টিভির ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”আসাদউদ্দিন ওয়াইসির গাড়িবহরে হামলা নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য।“ ভিডিওটি ৩ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ এবং এর ৩ মিনিট ৪০ সেকেন্ডের পরের কয়েক সেকেন্ড ফেসবুক পোস্টে ব্যবহৃত হয়েছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কর্তৃক গৃহমন্ত্রী অমিত শাহকে বকা দেওয়ার ভিডিওটি দুটি ভিন্ন ভিন্ন ভিডিওকে জুড়ে তৈরি করা হয়েছে। 

Avatar

Title:তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কথিত তিরস্কার করার ভিডিওটি আসলে দুটি পৃথক ভিডিওর মিশ্রণ

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *