
দেশ জুড়ে ট্রেন দুর্ঘটনা যেন এক নিত্য কার্য হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষিতে দুটি ট্রেন সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে সেটিকে রাজস্থানের বিকানের লালগড় স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে ট্রেনের একটি কোচকে অন্য এক কোচের উপর উঠে থাকতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক পুলিশ কর্মী, এনডিআরএফ কর্মীরা এদিকে-ওদিকে ছুটাছুটি করছে। স্ট্রেচারে করে আহতদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাচ্ছে। এমনকি নিজের কাঁধে করে আহত মানুষকে নিরাপদ যায়গার দিকে স্থানন্তরিত করছে এনডিআরএফ কর্মী।
ভিডিওটি শেয়ার করে ফেসবুক ইউজার লিখেছে,”গতকাল বিকানের লালগড় রেলওয়ে স্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ!!”
তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওতে দেখতে পাওয়া ট্রেন দুর্ঘটনার দৃশ্যটি একটি মক ড্রিলের অংশ।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক ‘ভাস্করের’ একটি প্রতিবেদন পেয়ে যায়। ১৪ তারিখের এই প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে বিকানেরে রেলের মক ড্রিল।
প্রসঙ্গত, মক ড্রিল একটি প্রশিক্ষণমূলক কার্যক্রম যেখানে জরুরি পরিস্থিতির জন্য মানুষের প্রস্তুতি বাড়ানো হয়। এর মাধ্যমে শেখানো হয় কীভাবে জরুরি অবস্থায় দ্রুত এবং সঠিকভাবে সাড়া দিতে হয়। বাস্তব জীবনের ঝুঁকি কমানোর জন্য মক ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলার দক্ষতা এবং আত্মবিশ্বাস জোগান দেয়।
উত্তর-পশ্চিম রেলের আধিকারিক এক্স হ্যান্ডেলের একটি পোস্ট অনুযায়ী, এই মক ড্রিলের জন্য দুটি ট্রেনের কোচকে একে অপরের সঙ্গে সংঘর্ষ অনুকরন করানো হয়েছিল। এই সংঘর্ষে ৪৭ জন জাত্র আহত হয়েছিল। ১৪ নভেম্বরের সকাল ১০;১০ থেকে ১১;২০ অবধি এই মক ড্রিলের কার্জ চলেছিল।
‘পত্রিকা’ সংবাদ মাধ্যমের প্রতিবেদন সহ ‘IANS’-এর এক্স পোস্টেও এই মক ড্রিলের ভিডিও শেয়ার করা হয়েছে। ট্রেন দুর্ঘটনার পরিস্থিতিতে রেলকর্মী এবং প্রশাসনের প্রতিক্রিয়া মূল্যায়ন করার জন্য বিকানোরের লালগড় রেলওয়ে স্টেশনের কাছে এই মক ড্রিল পরিচালিত হয়েছিল। দুর্ঘটনার সময় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য ছিল এই মহড়ার।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভিডিওতে প্রদর্শিত ট্রেন দুর্ঘটনার দৃশ্যটি বাস্তব নয়, এটি একটি মক ড্রিলের অংশ। এই ড্রিল রাজস্থানের বিকানের লালগড় স্টেশনের কাছে পরিচালিত হয়েছিল।

Title:বিকানের কাছে ট্রেন দুর্ঘটনার নামে ভাইরাল ভিডিওটি আসলে একটি মক ড্রিলের অংশ, বাস্তব ঘটনা নয়
Fact Check By: Nasim AkhtarResult: False