ভাঙারি সংগ্রাহক শিশুদের ৫০০ টাকার নোটের গাঁটরি পাওয়ার ভাইরাল এই ভিডিওটি পাকিস্তানের নয়, উত্তরপ্রদেশের লখনউ শহরের 

False Social

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক আবর্জনা বহনকারী গাড়িতে দুইজন শিশু হাতে অনেকগুলো ৫০০ টাকার নোট নিয়ে ক্যামেরায় দেখাচ্ছে। ক্যামেরামান একটি নোট চাইলে তাকে দিয়েও দেই সেই বাচ্চারা এবং ক্যামেরামান বলছেন দেখুন নোটের গাদ্দি এখন এগুলোর মুল্য নেই। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের। ভারতের পুরোনো ৫০০ টাকার নোটের বান্ডিল পাকিস্তানের ফুটপাতে পড়ে রয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের পুরোনো ৫০০ টাকার নোটের বান্ডিল পাকিস্তানের ফুটপাতে , এইবার বুঝতে পারছেন তো নোট বন্দী কেনো হয়েছিল, মানছি নোট বন্দী ভারতের মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল😔 কিন্তু দেশের জন্য তো এইটুকু তো করা যেতেই পারে, দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে তবে এই দেশ পেয়েছি আর আমরা এইটুকু পারব না..❤️❤️।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভিডিওটি উত্তরপ্রদেশের লখনউ শহরের। 

https://archive.org/details/videos1419190739148638 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর আসল উৎস এবং বিস্তারিত জানতে ভিডিও কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিওটি ‘akhimishra511’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২৪ ডিসেম্বর,২০২৪, তারিখে পোস্ট করা হয়েছে। 

আরও খোঁজাখুঁজির পর ব্রিজেশ মিশ্র নামের এক ইন্সতা প্রোফাইল থেকে ১ জানুয়ারিতে একই ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে বলেন,“এই ভিডিওটি তিনি নিজে ধারণ করেছেন এবং এটি তার ভাইপো (আখি মিশ্র)-এর অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে।” 

২ জানুয়ারি ব্রিজেশ মিশ্র আরেকটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে ভাইরাল ভিডিওতে দেখা আবর্জনা কুড়ানো শিশুদের ও তাদের মায়ের সঙ্গে দেখা করতে দেখা যায়। 

বিভ্রান্তিকর দাবির সাথে এই ক্লিপটি ভাইরাল হওয়ার পর ব্রিজেশ মিশ্র ২ জানুয়ারি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে স্পষ্ট করেন যে,”ভাইরাল ভিডিওতে যে দুই ছেলে দেখা গেছে তারা পাকিস্তানের নয়, আসামের বাসিন্দা। তারা এখানে লখনউতে এই আবর্জনা সংগ্রহের কাজ করে।” 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি পাকিস্তানের নয়। ভিডিওতে দেখা যাওয়া দুই কিশোর পাকিস্তানের নয়। তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা এবং বর্তমানে লখনউতে ভাঙারি বা কাগজপত্র সংগ্রহের কাজ করে। পুরনো ৫০০ টাকার নোটের গাঁটরি নিয়ে ছড়ানো দাবি বিভ্রান্তিকর ও ভুয়ো। 

Avatar

Title:ভাঙারি সংগ্রাহক শিশুদের ৫০০ টাকার নোটের গাঁটরি পাওয়ার ভাইরাল এই ভিডিওটি পাকিস্তানের নয়, উত্তরপ্রদেশের লখনউ শহরের

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *