না, ভিডিওতে সালমান খানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন না যোগী আদিত্যনাথ 

False Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সালমান খানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি মুসলমানদের সম্পর্কে মুখ্যমন্ত্রী যোগীর দেওয়া একটি পুরানো বক্তব্য সালমান খান- বিষ্ণোই বিতর্কের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

পোস্টের দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওর কিফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘এবিপি নিউজ’কে দেওয়া যোগী আদিত্যনাথের সাক্ষাৎকারের দীর্ঘ ভিডিওটি পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ মার্চে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে” সিএম যোগী এক্সক্লুসিভ: ইউপিতে কী করল বিজেপি, সম্পূর্ণ তথ্য দিলেন সিএম যোগী। নির্বাচন ২০২৪।“ এই সাক্ষাৎকারে তিনি লোকসভা নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। উত্তরপ্রদেশের এ কথাও জানিয়েছিলেন যে তিনি লোকসভা নির্বাচন শুরু করবেন কৃষ্ণ শহর মথুরা থেকে। দীর্ঘ এই ভিডিওর ৩৮;৫৩ মিনিট থেকে পরের ২৭ সেকেন্ড ভাইরাল ফেসবুক পোস্টের অংশ।

সংবাদ উপস্থাপক জিজ্ঞেস করেন যে, ‘বিরোধীরা বলেন আপনি বাসুদেব কুটুম্বকমের কথা বলেন কিন্তু দেশে বসবাসরত মুসলমানদের নিয়ে আপনি চিন্তিত নন।‘

উত্তরে আদিত্যনাথ বলেন- মুসলমানদের কোনো চিন্তা করার দরকার নেই। তারা বাসস্থানের সুবিধা পাচ্ছে। খাদ্যও পাচ্ছে। চিকিৎসার সুবিধাও পাচ্ছে। তবে তাদের ভারতের আইনও মানতে হবে। ভারতের সংবিধানের আইন মেনে চলতে হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে। শরিয়ত আমাদের ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু শরিয়ত সংবিধানের চেয়ে বড় হতে পারে না। আর এটা মানতেই হবে। 

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিও এবং আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যোগী আদিত্যনাথ কর্তৃক সালমান খানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেওয়ার দাবিটি মিথ্যা। আসল ভিডিওতে যোগী আদিত্যনাথ, সালমান খানের কথা না দেশের মুসলমানদের কথা বলছিলেন। 

Avatar

Title:না, ভিডিওতে সালমান খানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন না যোগী আদিত্যনাথ

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *