
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে – ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, “কোভিড চলছে, প্যানডেমিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গিয়েছে নানা রকম ব্যাপার আছে এবং তাই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।”
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – অবশেষে ২০২২ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলো।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষা বাতিল করার পুরনো ভিডিওকে ২০২২ সালের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা আমরা রাজ্যের মাধ্যমিক বোর্ড ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে দেখি এবছরের পরিক্ষা বাতিল সম্পর্কে কোনও নোটিশ জারি করা হয়েছে কিনা। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ( WBBS) এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE)-এর তরফে এজাতীয় কোনও নোটিশ দেওয়া হয়নি। এই বছরে পরীক্ষা সম্পর্কিত কোনও খবরও খুঁজে পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওর আসল উৎস খোঁজার চেষ্টা করি। ফলাফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসিয়াল ফেসবুক আকাউন্টে ২০২০ সালের ৭ জুন তারিখের একটি লাইভ ভিডিও খুঁজে পাই। জানতে পারি, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার ঘোষণা করেন। ৫০ মিনিট ১৯ সেকেন্ডের দীর্ঘ এই লাইভ রেকর্ডেড ভিডিওর ২ মিনিট ৩৬ সেকেন্ড থেকে ২ মিনিট ৪৮ সেকেন্ডের ১২ সেকেন্ডের ভিডিও বার্তার অংশটুকু কেটে ভাইরাল পোস্টে শেয়ার করা হয়েছে।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/217933129973697/
সংবাদমাধ্যমে ‘এবিপি আনন্দ’-এর একটি প্রতিবেদনেও এই ভিডিও সম্পর্কিত খবর পাওয়া যায়।
আরও লক্ষণীয় বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে ‘JUNE 2021’ লেখা রয়েছে। ভাইরাল ভিডিওতে শুধুমাত্র ‘22’ লেখাটি দেখা যাচ্ছে অর্থাৎ ‘21’-কে সম্পাদিত করে ‘22’ করা হয়েছে। নিচে আসল ভিডিও এবং সম্পাদিত ভাইরাল ভিডিওর একটি তুলনা দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষা বাতিল করার পুরনো ভিডিওকে ২০২২ সালের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:২০২১ সালের বোর্ড পরীক্ষা বাতিলের ঘোষণার ভিডিওকে সম্প্রতির খবর দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False