
ভারতের ‘মিনি সুইজারল্যান্ড’ পহেলগামে অমানবিক সন্ত্রাসী হামলার পর থেকে স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমগুলোতে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিওর বন্যা নেমেছে। এই নৃশংস হামলার পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের এক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতিতে একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওতে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা সন্ত্রাসীদের নির্মূল অভিযানের দৃশ্য প্রদর্শিত হচ্ছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে গুলি ছুঁড়ার দৃশ্য। তা দেখা দুই বন্দুকধারী সন্ত্রাসী সিঁড়ি বেয়ে এক বহুতল ভবনে প্রবেশ করছে। তারপরেই, অ্যাম্বুলেন্স সহ সৈন্য ভর্তি কয়েকটি গাড়ি এসে উপস্থিত হল ঘতনাস্থলে। কয়েকজন সৈন্য দলবদ্ধ ভাবে সেই বিল্ডিং-এ ঢুকলেন। তারপরেই, একটি লাশ স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”জম্বু – কাশ্মীরের ঘটনার পাল্টা জবাব এই ভাবেই দেওয়া হোক।। আমাদের দেশের সেনারা । জয় হিন্দ 🙏🇮🇳🙏 জয় ভারত 🧡🇮🇳🧡।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা ভাইরাল দাবিটিকে ভুয়ো ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে কাশ্মীরের বিজবেহারা রেল স্টেশনে সিআরপিএফ জওয়ানদের মক ড্রিলের ভিডিওকে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটি পর্যবেক্ষণ করি। স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, ভিডিওর পুরো ঘটনাগুলো মুক্ত পরিবেশে, রাস্তার পাশে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা লোকজনের উপস্থিতিতে এবং ক্যামেরার সামনে ঘটছে। এমনকি ভিডিওর শেষ দিকে দেখা যায়, উচ্চপদস্থ পুলিশ ও সামরিক কর্মকর্তারা হাসিমুখে সবার সঙ্গে আচরণ করছেন। পাল্টা আক্রমণের পরিস্থিতিতে এই ধরনের আচরণ সাধারণত প্রত্যাশিত নয়। তাই ধারণা করা যায় যে, ভিডিওটি কোনো চলচ্চিত্রের শুটিং বা একটি মক ড্রিল হতে পারে।
তারপর, ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওতে থাকা ‘SRK FILMS’-এর লোগোটিকে সূত্র ধরে ‘SRK FILMS’ নামক ইউটিউব চ্যানেলটি খুঁজে বের করি। এই চ্যানেলে হুবহু এই ভিডিওটিও খুঁজে পেয়ে যায়। ভিডিওটি ২১ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”অনন্তনাগ পুলিশ ও সিআরপিএফ বিজবেহারা রেলওয়ে স্টেশনে নিরাপত্তা মহড়া পরিচালনা করল।“
ভিডিওর বর্ণনায় দেওয়া তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারিতে জননিরাপত্তা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে অনন্তনাগ পুলিশ ও সিআরপিএফ বিজবেহারা রেলওয়ে স্টেশনে একটি যৌথ নিরাপত্তা মহড়া পরিচালনা করে। এই মহড়ায় জরুরি পরিস্থিতির বিভিন্ন অনুকরণ করে বাহিনীর সাড়া দেওয়ার সক্ষমতা, সমন্বয় এবং ব্যবস্থাপনা মূল্যায়ন করা হয়। অংশগ্রহণকারী বাহিনী দ্রুত প্রতিক্রিয়া, লোকজন সরানো, এবং জনসমাগম নিয়ন্ত্রণের মতো কৌশল প্রদর্শন করে। উপস্থিত ছিলেন ডিআইজি এসকেআর জাভিদ ইকবাল মাথু, ডিআইজি সিআরপিএফ কে.এস. দেশওয়াল, এসএসপি অনন্তনাগ ড. জি.ভি. সুন্দীপ চক্রবর্তী, এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ ও সিআরপিএফ কর্মকর্তা।
‘এএনআই’ প্রতিবেদন সহ ‘Universal News Timeline’, ‘The Kokernag’ নামক দুই সংবাদ মাধ্যমের ফেসবুক পেজেও এই ভিডিও একই তথ্য সহ শেয়ার করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২১ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে কাশ্মীরের বিজবেহারা রেলওয়ে স্টেশনে অনন্তনাগ পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের যৌথ মক ড্রিলের ভিডিওকে ভুলভাবে পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।

Title:অনন্তনাগ পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের মক ড্রিলের ভিডিওকে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False