
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে এটি রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে , “অযোধ্যা রাম মন্দিরের পবিত্র ভূমি পূজার প্রস্তুতি সত্যি অতুলনীয় ও সুন্দর”। ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখেছে এই দাবিটি ভুয়ো।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হবে অযোধ্যায়। যেখানে আবার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই যজ্ঞের আগে জোর কদমে শুরু হয়েছে ভূমি পুজোর প্রস্তুতি পর্ব।
তথ্য যাচাই
ভিডিওটিকে কয়েকটি ফ্রেমে ভেঙে বারবার রিভার্স ইমেজ সার্চ করেও কোনও যথাযথ ফল পাওয়া যায়না। ফেসবুকে বিভিন্নরকম কিওয়ার্ড সার্চ করে আমরা একটি সাত মাস পুরনো ভিডিও দেখতে পাই যার সাথে পোস্টের এই ভিডিওর মিল খুঁজে পাই। এই ভিডিওটি হল তেলেঙ্গানার জিয়াগুড়া জেলার রাঙ্গানাথস্বামী মন্দিরের প্যান্ডেলের ভিডিও।
দুটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পাশাপাশি রেখে আরও স্পষ্ট হয়ে যায় যে এটি রাঙ্গানাথস্বামী মন্দিরেরই ভিডিও।
গুগলে রাঙ্গানাথস্বামী মন্দির দিয়ে সার্চ করে ফোটোজ সেকশনে বেশ কয়েকটি ছবি খুঁজে পাই যা এই দুই ভিডিওর কিছু অংশের সাথে হুবহু মিলে যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। এট রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতির ভিডিও নয়। তেলেঙ্গানার জিয়াগুড়া জেলার রাঙ্গানাথস্বামী মন্দিরের প্যান্ডেলের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Title:তেলেঙ্গানার প্যান্ডেলের ভিডিওকে রাম মন্দিরের ভিডিও দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Rahul AResult: False