
মেসির কোপা আমেরিকা জয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে ফুটবল নিয়েও বেশ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এর মধ্যে কিছু কৌতুক হিসেবে শুরু হলেও তার পর্যায়ক্রমে ফেক নিউজে পরিণত হচ্ছে। সম্প্রতি ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ারে করে দাবি করে হচ্ছে, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মারা গিয়েছেন। পেলের দুটি ছবির ওপর এই গ্রাফিক্সে লেখা রয়েছে, “আমাদের ছেড়ে চলে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। কিছুক্ষণ আগে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স ছিল মাত্র ৭৮ বছর। বার্ধক্যজনিত কারনে উনার জীবনাবসান ঘটে।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন। প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার পেলের মৃত্যুর খবরটি একেবারেই ভুয়ো।

উল্লেখ্য, ব্রাজিলের হয়ে পেলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। সময়টা ছিল ১৯৫৭ সালের ৭ জুলাই। সেই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গেলেও প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ডটি করতে ভুল করেননি পেলে। ১৬ বছর ৯ মাস বয়সে গোল করে তিনি অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। পুরো ক্যারিয়ারে সর্বোচ্চ ৯২টি হ্যাট্রিক, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৭৭ গোল), ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে ১২৮৩ গোল। আরও জানুন…
আরও পড়ুনঃ ‘কোকাকোলা ইজরায়েলি পণ্য, খাই না’ এই মন্তব্য করেননি রোনাল্ডো
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে কিওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক, কোনও সংবাদ মাধ্যমেই পেলের মৃত্যু নিয়ে কোনও খবর খুঁজে পাওয়া যায় না। পেলের মতন একজন কিংবদন্তী মারা গেলে তা বিশ্ব জুড়ে ব্রেকিং নিউজ হবে কিন্তু এজাতীয় কোনও তথ্য মেলে না। তবে কেন এই ভুয়ো খবর ছড়ায় তার কারণ জানা যায়। ‘আফ্রিকা চেক’ নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থার একটি প্রতিবেদন থেকে এই বিষয়ে জানতে পারি।
২০১৪ সালের আমেরিকান সংবাদ মাধ্যম ‘সিএনএন’ একটি টুইট করে জানান ব্রাজিলের প্রাক্তন ফুটবলার পেলে ৭৪ বছর বয়সে মারা গেছেন। কিছুক্ষণ পরেই নিজেদের ভুল বুঝতে পারে ‘সিএনএন’। টুইট ডিলিট করে আরেকটি টুইটে দুঃখ প্রকাশ করে জানায়, “পেলের প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন যে তিনি জীবিত ও খুব ভালো আছেন। আমরা এই বিষয়ে আমাদের আগের ভুল টুইটটা সরিয়ে ফেলেছি। এই ভুলের জন্য আমরা দুঃখিত।“
এছাড়া, আরও দেখতে পাই পেলে তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ২৩ জুলাই ৫.১৫ মিনিট সময়ে একটি পোস্ট করে। এর থেকে স্পষ্ট বোঝা তিনি সুস্থ আছেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার পেলের মৃত্যুর খবরটি একেবারেই ভুয়ো। তিনি সুস্থ আছেন।

Title:ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের মৃত্যুর খবরটি ভুয়ো এবং ভিত্তিহীন
Fact Check By: Nasim AResult: False