
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ১৮-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দল। পোস্টের ছবিতে জার্সি পরা দুজন তরুণীর ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, “২৪.১০.২০২১ T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় পুরুষ দল ২৯ বছর পর বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। অবশ্যই ম্যাচে জয় পরাজয় আছে, কিন্তু এই রকম পরাজয় সমর্থকরা মেনে নিতে পারেননি। অঘটন তো মাঝে মধ্যে ঘটে, এটা তো প্রথম ম্যাচ, অপেক্ষা করুন দেখবেন আমাদের প্রিয় ভারত তার নিজস্ব ছন্দে ফিরবে, এখনই গেল গেল রব তোলাটা অসমীচিন! ঐ দিনই AFC অনুর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ম্যাচে ভারত ১৮-০গোলে পাকিস্তানকে গো হারান হারায়। ৫টি গোল করেন রেণু দেবী, এছাড়া দেবনীতা,দয়া দেবী ২ টি করে এবং রোজা দেবী, সৌমিতা,জবামণি ১টি করে গোল করেন। পুরুষ ক্রিকেট দলের পরাজয়ে বিষন্ন না হয়ে মহিলা ফুটবলারদের অসাধারণ জয় লাভে এসো আনন্দ করি। আমাদের সোনার মেয়েরা এভাবেই ভারতমাতার মুখ উজ্জ্বল করুক। বন্দেমাতরম, ভারত মাতার জয়।“
বেশ কিছু পোর্টালও সস্তা ভিউজ এবং ক্লিকের লোভে এই খরবটিকে ভাইরাল করতে সাহায্য করে। তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ AFC মহিলা চাম্পিয়নশিপে ভারতীয় ফুটবল দলের পাকিস্তানকে ১৮-০ গোলে হারানোর খবরকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।


‘নিউজ বিশ্ব বাংলা’ নামে একটি নিউজ পোর্টাল এই ভুয়ো খবরের একটি ভিডিও বানিয়ে পোস্ট করে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে সংবাদ মাধ্যম ‘এই সময়’-এর একটি প্রতিবেদন থেকে জানতে পারি এটি তিন বছর আগের ঘটনা। ২০১৮ সালের ২৫ অক্টোবরের এই প্রতিবেদন থেকে জানতে পারি, অনূর্ধ্ব-১৯ AFC মহিলা চাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৮-০ গোলে হারায় ভারতীয় দল। ম্যাচের প্রথম মিনিটে একটি গোল হয়েছল এরপর ৯০ মিনিট অবধি ধাপে ধাপে গোল হয়েছিল। একাই পাঁচ গোল দিয়েছিলেন রেনু।

সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর একটি প্রতিবেদনেও একই খরব দেখতে পাই। ‘ইন্ডিয়ান ফুটবল টিম’-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ম্যাচের কিছু ছবি শেয়ার করা হয়। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে, অনূর্ধ্ব-১৯ AFC মহিলা চাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ১৮-০ ব্যবধানে জয়ের কিছু সেরা ছবি দেওয়া হল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ AFC মহিলা চাম্পিয়নশিপে ভারতীয় ফুটবল দলের পাকিস্তানকে ১৮-০ গোলে হারানোর খবরকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:২০১৮ সালে পাকিস্তানকে ১৮-০ গোলে হারানোর ঘটনাকে সম্প্রতির দাবির করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে
Fact Check By: Nasim AResult: Partly False