জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করেননি তৃনমূল বিধায়ক

Partly False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল নেতা জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করলেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি সবুজ রঙের পাঞ্জাবী ও সাদা কোট ও পাজামা পরে দাড়িয়ে আছেন এবং সামনে একটি তৃণমূলের দলীয় পতাকা ঝুলছে। বিধায়ক সহ কয়েকজন লোক অসঙ্গত ভাবে জাতীয় সঙ্গীত গাইছেন।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার পরিবর্তে উত্তোলন করা হলো তৃণমূলের পতাকা; সঙ্গে “অনুপ্রাণিত” ভাইয়েরা উদ্ভাবন করলেন অতুলনীয় নতুন এক জাতীয় সংগীত !!! উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী পূর্নচন্দ্র বাউরী, এবং সঙ্গে আছেন রঘুনাথপুর 1 নং ব্লক সভাপতি মিহির বাউরী এবং জেলা পরিষদ সদস্য অনাথবন্ধু মাঝি !!!!

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালনের খবরটি বিভ্রান্তিকর। প্রথমে জাতীয় এবং তার পরে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল বিধায়ক। 

ফেসবুক পোস্ট 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার ভিডিও শেয়ার করে তৃনমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য জাতীয় পতাকার পরিবর্তে টিএমসি পতাকা উত্তোলনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।“ 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। ফলাফলে দেখতে পাই, ‘রঘুনাথপুরের গর্ব মমতা’ নামের একটি ফেসবুকে পেজ থেকে শেয়ার করা ২৬ জানুয়ারী তারিখের একটি পোস্ট খুঁজে পাই। পোস্টের ক্যাপশনে মাধ্যমে জানানো হয় “আজ একটা পোস্ট এর সত্যতা কে বিকৃতি করে,pic crop করে তুমুল ঝড় তুলেছে কিছু দালাল, তাঁদের বলবো সাহস থাকলে পুরো ভিডিও টা দিন, আমি না হয় আসল চিত্র গুলো দিলাম।“ 

পোস্টের চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের পাঞ্জাবী ও সাদা কোট দাড়িয়ে আছেন পূর্ণচন্দ্র বাউরি। এই ছবিগুলির সাথে ভাইরাল ভিডিও হুবহু মিলে যায়। পোস্টের চারটি ছবিতেই দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পতাকা আকাশে উড়ছে। একটি ভারতের জাতীয় পতাকা এবং তৃণমূলের দলীয় পতাকা। তৃনমূলের দলীয় পতাকা তুলনামূলক ছোট এবং অন্যদিকে জাতীয় পতাক বেশি উচ্চতায় রয়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

ফ্যাক্ট ক্রিসেন্ডো পূর্ণচন্দ্র বাউরির সাথে যোগাযোগ করে। তিনি পোস্টের দাবি খণ্ডন করে জানান, “এই ব্যাপারে তিনি অবগত। ভুল দাবি সহ ভাইরাল হওয়া এই ভিডিওর উত্তর ২৭ তারিখ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানিয়েছি।“ 

তিনি আরও বলেন, “প্রজানন্ত্র দিবস পালনের জন্য প্রথমে প্রথমে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং পরে দলীয় পতাকা।” 

বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ির ফেসবুক পেজ থেকে ২৭ জানুয়ারি তারিখে পোস্ট করা ভিডিওটি আমরা খুঁজে পাই। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে ভাবে প্রজাতন্ত্র দিবসের দিন তৃণমূল কংগ্রেসকে অবমাননা করার চেষ্টা করেছিল একটি ভিডিওর মাধ্যমে , সেই মুহূর্তের জাতীয় পতাকা উত্তোলনের ভিডিওটি সলকে দেখার অনুরোধ রইলো ।। আমাদের তৃণমূল কংগ্রেসের এই রকম কালচার নয় আমরা সকলে ভারতবর্ষের সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করি ।। এই রকম কালচার একমাত্র বিজেপি করে মানুষকে বিভ্রান্ত করা ।। #AllIndiaTrinamoolCongress।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালনের খবরটি বিভ্রান্তিকর। প্রথমে জাতীয় এবং তার পরে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল বিধায়ক।

Avatar

Title:জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করেননি তৃনমূল বিধায়ক

Fact Check By: Rahul A 

Result: Partly False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *