
সম্প্রতি সামজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি সাংসদ দেবজি পাটেল এক মহিলার সাথে বদ্ধ ঘরে নাচ করছেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে এক মধ্য বয়স্ক ব্যাক্তি এক মহিলার সাথে নাচ করছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “বিজেপির M.P দেবজী ভাইএর উন্নয়ন দেখুন 😁“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাকিস্তানি ডাক্তারের মহিলার সাথে নাচের ভিডিও বিজেপি সাংসদ দেবজি পাটেল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে ’উর্দু নিউজ’ নামের এক ফেসবুক প্রোফাইলে ভিডিওটি খুঁজে পেয়ে যায়। ভিডিওটি ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে পোস্ট করা হয়েছে। ক্যাপশনের মাধ্যমে বলা হয়েছে- ভিডিওতে দেখতে পাওয়া লোকটি পাকিস্তানের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডঃ জাফার ইকবাল যিনি মদ্যপ অবস্থায় হাসপাতালের ঘরে এক মহিলার সাথে নাচ করছিলেন।
তারপর আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ’নিউজ১৮ রাজস্থান’-এর ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিও কেন্দ্রিক একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়। উপস্থাপনে জানানো হয় বিজেপি সাংসদ দেবজি পাটেল নামে শেয়ার করা নাচের ভিডিওটি ভুয়ো। এই ভুয়ো পোস্ট শেয়ারকারি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দেখুনঃ
অন্যনা ভিডিও উপস্থাপন গুলো দেখুন এখানে, এখানে ।
২৬ জুন তারিখের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি প্রথমে ’ধনেরিয়া নর্মদা নাহার সংঘ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছিল। ভিডিওর সাথে একটি অডিও ক্লিপ যুক্ত করে বলা হয়েছিল ভিডিওতে দেখতে পাওয়া লোকটি বিজেপি সাংসদ দেবজি প্যাটেল। ভিডিও ভাইরাল হয়ে গেলে সাংসদ দেবজি প্যাটেল জালরের চিতালওয়ানা থানায় চিঠি লিখে এই ভুয়ো ভিডিওর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। ভিডিওর স্ক্রিনশট নিয়ে থানায় এফ আই আর দায়ের করা হয়। তদন্তে ’পুলিশ আসু রাম বিষ্ণোই’ নামের যুবককে অভিযুক্ত পাই এবং তাকে গ্রেফতার করে।

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় ভাইরাল ভিডিওতে নাচ করতে দেখতে পাওয়া লোকটি বিজেপি সাংসদ দেবজি পাটেল নয়। সাংসদের নামে অশ্লীল ভিডিও শেয়ার করে সাংসদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ভুয়ো পোস্ট শেয়ারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। পাকিস্তানি ডাক্তারের মহিলার সাথে নাচের ভিডিও বিজেপি সাংসদ দেবজি পাটেল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:মহিলার সাথে বলিউড গানে নাচকারি ব্যাক্তি বিজেপি সাংসদ দেবজি প্যাটেল নয়
Fact Check By: Nasim AResult: False