

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ৪০০ বছর বয়স্ক পাকিস্তানি মহিলার ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরিহিত একজন পৌড় একজন শিশুকে কোলে নিয়ে বসে আছে। পৌড়ের শরীর জীর্ণ এবং দেখে তাকে খুব বয়স্ক মনে হচ্ছে।
ভিডিওর ওপর লেখা হয়েছে, “পাকিস্তানের এই মহিলার বয়স ৪০০ বছরের উপরে আল্লাহু আকবর।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। থাইল্যান্ডের ১০৯ বছর বয়সী পৌড়ের ভিডিও ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়।
’নিউজ ফ্লেয়ার’-এর প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি থাইল্যান্ডের এবং ভিডিওতে দেখতে পাওয়া পৌড়ের বয়স ১০৯ বছর। ভিডিওতে দেখতে পাওয়া তরুণীর নাম Auyary এবং পৌড়ের নাম Phrakhru Akha Chanthasaro। চলতি বছরের ১৩ এপ্রিল তারিখে তার বয়স ১১০ বছর হয়েছে।

ফ্যাক্ট ক্রিসেণ্ডো Auyary নামের তরুণীর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “ভাইরাল ভিডিওর লোকটি আমার দাদু। তার বয়স ১০৯ বছর। আমি তার দেখাশোনা করছি এবং তিনি এখন সুস্থ আছেন। লোকে আমার অনুমতি ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলি শেয়ার করছে। থাইল্যান্ডে তিনি একজন সম্মানীয় ব্যক্তি। চলতি বছরের ২২ মার্চ তারিখে তিনি মৃত্যু বরন করেছেন।“
তিনি আমাদের ইন্সতাগ্রাম পোস্টের লিঙ্কটি পাঠান যেখানে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখা যায়।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হল জাপানের কানে তানাকা। তার বয়স হল ১১৯ বছর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। থাইল্যান্ডের ১০৯ বছর বয়সী পৌড়ের ভিডিও ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:থাইল্যান্ডের ১০৯ বছর বয়সী পৌড়ের ভিডিও ভুয়ো দাবির সাথে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False