
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে মারধরের ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের এই ভিডিওতে দেখা যাচ্ছে চারজন লোক মিলে একজন যুবককে কুড়ালি ও অন্যন্য ধারালো অস্ত্র ধিয়ে আক্রমন করেই চলেছে। ফলে, আক্রমনের শিকার যুবক মাটিতে পড়ে গেল।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল এই ভিডিওটি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হামলার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২১ সালে কর্ণাটকের কুখ্যাত অপরাধী আনোয়ার শেখকে প্রকাশ্য দিবালোকে খুন করার।
উল্লেখ্য, তামিলনাড়ুতে হিন্দিভাষী বিহারী শ্রমিকদের উপর স্থানীয়দের দ্বারা আক্রান্ত হওয়ার খবর আসতেই সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পড়তে শুরু করেছে সম্পর্কহীন অনেক ভিডিও, ছবি। এই ভিডিওটি তেমনই একটি ভিডিও। আসুন দেখেনি ভাইরাল এই ভিডিওর আসল উৎস।
তথ্য যাচাই
ভিডিওটির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল্র রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিওটির আসল উৎস পেয়ে যায়। ফলে, GOA Reportcard নামের ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওর দৃশ্য ৬ আগস্ত,২০২১, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “গ্যাংস্টার টাইগার আনোয়ার শেখকে কর্ণাটকের সাভান্নুর জেলায় তার জন্মস্থানে খুন করা হয়েছে। তাকে কুড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।“
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, গ্যাংস্টার টাইগার আনোয়ারকে কর্ণাটকের সাভান্নানুর শহরের কারাতাগি কোর্সে প্রকাশ্য দিবালোকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বিকেল সাড়ে ৫টার দিকে। টাকা লেনদেনের জের ধরে আনোয়ারের ওপর হামলা চালিয়েছিল ইমরান নামে এক ব্যক্তি। ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল আনোয়ার।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইমরান নামের সেই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই হত্যাকাণ্ডে যুক্ত বাকি তিনজন অভিযুক্তদের পলাতক ছিল।
ফ্যাক্ট ক্রিসেণ্ডো হাভেরি জেলার এস.পি হনুমন্ত রায়ের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “ভিডিওতে দেখতে পাওয়া মারধরের শিকার ব্যাক্তির নাম আনোয়ার শেখ যে গোয়ার একজন পরিচিত অপরাধী। গোয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এই মামলায় অভিযুক্তরা সবাই কর্ণাটকের হাভেরি জেলার বাসিন্দা। যাদের নাম ইমরান চৌধুরী, রেহান চৌধুরী, তানভীর চৌধুরী ও আবির চৌধুরী এবং তারা সবাই মুসলিম সম্প্রদায়ের। ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আনোয়ার শেখ সাভান্নুরে আসার সময় ঘটনাটি ঘটে। ঘটনাটি তামিলনাড়ুর নয়, কর্ণাটকের।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল এই ভিডিওটি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হামলার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২১ সালে কর্ণাটকের কুখ্যাত অপরাধী আনোয়ার শেখকে প্রকাশ্য দিবালোকে খুন করার।

Title:২০২১ সালে কর্ণাটকের কুখ্যাত অপরাধী আনোয়ার শেখকে দিবালোকে খুন করার ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False